মাঝিয়ানে কৃষি কলেজ

দুই জেলা ঘুরে শিক্ষা, পর্যটনে জোর রবির

আধুনিক প্রযুক্তির সাহায্যে উত্তরবঙ্গের কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০২:৩৭
Share:

কুলিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ছবি: গৌর আচার্য।

আধুনিক প্রযুক্তির সাহায্যে উত্তরবঙ্গের কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য একগুচ্ছ নতুন প্রকল্প ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Advertisement

বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মাঝিয়ান কৃষি গবেষণাকেন্দ্র চত্বরে কৃষি কলেজের নতুন ভবনের শিলান্যাস করেন রবীন্দ্রনাথবাবু। তিনি বলেন, ‘‘কম জমিতে বেশি ফলনের জন্য বিজ্ঞানভিত্তিক চাষের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি কলেজে বিভিন্ন গবেষণা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’’ উত্তরবঙ্গের জেলাগুলিতে মডেল হাট গড়ার উপরেও জোর দিয়েছেন তিনি।

কোচবিহারের পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পর বালুরঘাটে কৃষি কলেজের ক্যাম্পাস চালু করে ইতিমধ্যে পঠনপাঠন শুরু হয়েছে। পড়ুয়া সংখ্যা ৩০ জন। কলেজের পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণ হলে প্রতি বছর আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবে বলে মন্ত্রী জানিয়েছেন। কৃষি কলেজের প্রশাসনিক ভবন, ছাত্রছাত্রীদের হস্টেল এবং স্টাফ কোয়ার্টারস তৈরির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রথম দফায় ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী রবিবাবু জানান।

Advertisement

ভাষণে রবীন্দ্রনাথবাবু জানান, বাংলাদেশে লিচু থেকে পানীয় তৈরি করে তা বাজারে এনে লাভের মুখ দেখেছেন চাষিরা। মালদহের আম ও লিচু, উত্তর দিনাজপুরের আনারস, দক্ষিণ দিনাজপুরের আখ থেকে নরম পানীয় তৈরির বিষয়টি ভেবে দেখতে হবে। বিভাগীয় মন্ত্রীর বক্তব্য, এরজন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তৈরির উপর দফতর জোর দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগ আরও নিবিঢ় করতে সড়ক তৈরি এবং গ্রামীণ হাট গুলিকে মডেল-হাট হিসাবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘‘হাট গুলিতে সৌর বিদ্যুত, গুদামঘরের ব্যবস্থা-সহ নানা সুবিধা থাকবে। অবিক্রিত পণ্য হাটের গুদামে সামান্য টাকায় চাষিরা রেখে যেতে পারবেন। এতে বাড়িতে পণ্য ফেরত নিয়ে যাওয়ার পরিবহণ খরচ বাঁচবে।’’ তাঁর দাবি, সৌর বিদ্যুতের মাধ্যমে ছোট জমিতে জলসেচের ব্যবস্থা করে ধান চাষের পাশাপাশি ওই জমিতে ছোট মাছ চাষ, ও হাঁস মুরগীপালনের মতো মিশ্র চাষের দুটি ইউনিট কোচবিহারে গড়ে সুফল পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গে সাতটি জেলার প্রতিটিতে ১০০টি করে এই ধরণের মিশ্র চাষের ইউনিট গড়ে তোলার কথা ঘোষণা করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

এদিন সন্ধ্যায় বালুরঘাট সার্কিট হাউসে নতুন জেলাশাসক সঞ্জয় বসু ও পুলিশ সুপার প্রসুন বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রবীন্দ্রনাথবাবু। রাতে সার্কিট হাউসে থেকে বৃহস্পতিবার সকালে সাংসদ অর্পিতা ঘোষকে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের টাকায় বালুরঘাটে নির্মিয়মাণ উত্তরবঙ্গ নাট্য উৎকর্ষ কেন্দ্রটি পরিদর্শনে যাবেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন