Siliguri

Siliguri model word : ভোটের দেওয়াল লিখনে ‘না’ সিদ্ধান্ত শিলিগুড়ির মডেল ওয়ার্ডের,মানছে বাকিরাও

প্রচারে থাকবে শুধুই দলীয় পতাকা, ব্যানার। সেই সিন্ধান্ত মেনে বদলে গিয়েছে শহরের চেহারা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৭:১৯
Share:

লেখার বদলে দেওয়ালে লেগেছে ফ্লেক্স। নিজস্ব চিত্র

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ডের তকমা পেয়েছে। শাসক ও বিরোধীরা মিলে সিদ্ধান্ত নেয় দৃশ্যদূষণ এড়াতে ভোট প্রচারে কোনও দেওয়াল লিখন হবে না। প্রচারে থাকবে শুধুই দলীয় পতাকা, ব্যানার। সেই সিন্ধান্ত মেনে বদলে গিয়েছে শহরের চেহারা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

Advertisement

এলাকার প্রাক্তন কাউন্সিলর মানিক দে বলেন, ‘‘ওয়ার্ডের অপরিচ্ছন্ন দেওয়ালগুলো মালিকের অনুমতিতে রঙ করা হয়েছিল। এতে ওয়ার্ডের সমস্ত এলাকা দেখতে সুন্দর লাগে। কাজেই পুরভোট ঘোষণা হবার পরই বিরোধীদের সঙ্গে আলোচনা করি, দেওয়াল লিখন থেকে বিরত থেকে ফ্লেক্স আর দলীয় পতাকায় গোটা এলাকা মুড়ে চলবে দলীয় প্রচার। তাতে সম্মতি জানান সকলেই।’’

অন্যদিকে এলাকার বামপ্রার্থী রমেন তুলি বলেন, ‘‘সারা বছর ধরেই ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে দেওয়াল না লিখে ব্যানার লাগিয়ে প্রচারে আমরাও সম্মতি জানাই। ভোট আসবে যাবে, মানুষ কাকে ভোট দেবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বিরোধী হলেও আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকলের মধ্যে।’’

Advertisement

অন্য দিকে বিজেপি প্রার্থী ভূষণ জৈন বলেন, ‘‘সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লোকসভা, বিধানসভা নির্বাচনেও দেওয়াল লিখে প্রাচার হয়নি। নির্বাচন পেরিয়ে যাওয়ার পর তা দেখতে খারাপও লাগে।’’

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের প্রচার পদ্ধতি অনুসরণ করছে বাকি ৪৬টি ওয়ার্ড। সিংহভাগ জায়গা মুড়েছে ফ্লেক্স ও দলীয় পতাকায়। হাতেগোনা কয়েকটি দেওয়াল লিখন রয়েছে। এর ফলে নির্বাচনের পর দেওয়াল পরিষ্কার করার ঝামেলা থাকছে না, ব্যানার সরিয়ে দিলেই হল।

তবে এই সিদ্ধান্তে সমস্যায় পড়ছেন দেওয়াল লিখন শিল্পীরা। তাঁদের কথায়, রঙ তুলির ব্যাগ খুব একটা বের হচ্ছে না। সকলেই ওই ফ্লেক্সের দিকে ঝুঁকছে। বিধানসভা নির্বাচনেও যে ধরনের কাজ হয়েছিল তার সিকিভাগও নেই পুর নির্বাচনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন