উদ্বোধন হল না, সরব মন্ত্রী

পুরভোটের নির্বাচনী বিধির জন্য শিলিগুড়ির পাসপোর্ট সেবা লঘু কেন্দ্রের উদ্বোধন পিছিয়ে যেতেই কেন্দ্রের বিরুদ্ধে নানা প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ, মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গের একমাত্র ওই সেবাকেন্দ্রটি’র উদ্বোধন করার কথা ছিল বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিংহের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ০২:০৫
Share:

পুরভোটের নির্বাচনী বিধির জন্য শিলিগুড়ির পাসপোর্ট সেবা লঘু কেন্দ্রের উদ্বোধন পিছিয়ে যেতেই কেন্দ্রের বিরুদ্ধে নানা প্রশ্ন তুলে সরব হলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজ, মঙ্গলবার দুপুরে উত্তরবঙ্গের একমাত্র ওই সেবাকেন্দ্রটি’র উদ্বোধন করার কথা ছিল বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিংহের। রাজ্যের প্রতিনিধি হিসাবে থাকতেন গৌতমবাবু। সোমবার সকালে আঞ্চলিক পাসপোর্ট দফতরের তরফে আপাতত কেন্দ্রটি উদ্বোধন করা যাচ্ছে না বলে পর্যটন মন্ত্রীকে জানানো হয়। এর পরেই পাসপোর্ট কেন্দ্র তো বটেই বাগডোগরা বিমানবন্দর, রেল পরিষেবা সংক্রান্ত কয়েকটি প্রশ্ন তুলে সরব হন গৌতমবাবু।

Advertisement

তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে প্রকল্পের কাজগুলি শেষ করাচ্ছেন। কিন্তু কেন্দ্র নানা কারণে প্রকল্পগুলি নিয়ে দেরি করছে। এতে উত্তরবঙ্গের বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন। আরেকটু উদ্যোগী হলে কয়েক দিন আগেই পাসপোর্ট কেন্দ্রটি উদ্বোধন হয়ে যেত। ৮ জেলার মানুষকে কলকাতা, সিকিম যেতে হত না।’’

গৌতমবাবু জানান, একইভাবে বাগডোগরা বিমানবন্দরের জমির ব্যবস্থা করে দেওয়া হয়। আইএলএস বসানোর কাজও শেষ হয়েছে। কিন্তু দিল্লির ছাড়পত্র না মেলায় সাত সকাল বা সন্ধ্যার পর বিমান চলছে না। তেমনই, রেলের ক্ষেত্রেও বঞ্চনা হচ্ছে। পদাতিক এক্সপ্রেসকে আলিপুরদুয়ারে নিয়ে যাওয়া হয়েছে। ভাল উদ্যোগ হলেও এনজেপির টিকিটের কোটা তুলে দেওয়া হয়েছে। এতে রোগীর পরিবার, পর্যটক থেকে শুরু করে ভিআইপি’রা অনেক সময়ই সমস্যায় পড়ছেন। সরকারি এনবিএসটি’র বাস এনজেপি পার্কিং এলাকায় ঢুকতে না দেওয়া নিয়েও সরব হন পর্যটন মন্ত্রী।

Advertisement

তবে অভিযোগগুলি সঠিক নয় বলে দাবি দার্জিলিঙের বিজেপির সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার। সাংসদ জানান, সব প্রকল্পের একটা ধরণ, নীতি রয়েছে। বাগডোগরা বিমানবন্দরে সামরিক বিষয় রয়েছে। সব কিছু দেখে তাই ছাড়পত্র দেওয়া হচ্ছে। রেলের ক্ষেত্রে যা যা করণীয় সবই আইন মেনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন