ছোট বিমান চালাতে বৈঠক

রানওয়ে সম্প্রসারণ করে বেশি আসনের উড়ান চালুর প্রস্তুতির মধ্যে কোচবিহার থেকে ফের ছোট বিমান চালানর ব্যাপারে তৎপর হয়েছে রাজ্য সরকার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিমান চালুর ব্যাপারে কলকাতায় বৈঠক ডাকা হয়েছে। ১৩ বা ১৪ জুন ওই বৈঠক হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০২:০৯
Share:

রানওয়ে সম্প্রসারণ করে বেশি আসনের উড়ান চালুর প্রস্তুতির মধ্যে কোচবিহার থেকে ফের ছোট বিমান চালানোর ব্যাপারে তৎপর হয়েছে রাজ্য সরকার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বিমান চালুর ব্যাপারে কলকাতায় বৈঠক ডাকা হয়েছে। ১৩ বা ১৪ জুন ওই বৈঠক হতে পারে।

Advertisement

সোমবার বিমানবন্দরের পরিকাঠামো দেখতে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার বরুণ রায়, কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন, সেচ দফতরের কোচবিহারের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র স্বপন সাহা। রানওয়ে বাড়াতে তোর্সার গতিপথ বদলানোর কাজের অগ্রগতি নিয়ে এ দিন সন্তোষ প্রকাশ করেন রবীন্দ্রনাথবাবু। তিনি বলেন, “মরা তোর্সার গতিপথ বদলানোর কাজ অনেকটা এগিয়েছে। ছোট বিমানের পরিষেবা চালুর ব্যাপারেও চেষ্টা হচ্ছে।”

সরকারি সূত্রেই জানা গিয়েছে, কোচবিহার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণে কাজ সম্পূর্ণ হতে অন্তত এক বছর সময় লাগবে। তাই কাজ সম্পূর্ণ না হওয়া ছোট বিমান চালুর চেষ্টা হচ্ছে। কলকাতায় বৈঠকে কোচবিহারে ছোট বিমান চালানোর অভিজ্ঞতা থাকা স্পিরিট এয়ারকে ডাকা হয়েছে। প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে পরিবহণ দফতরের কর্তারাও থাকবেন। এ দিন কোচবিহারের হরিণচওড়ায় নির্মীয়মাণ ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ও একটি অডিটোরিয়াম নির্মাণ কাজ ঘুরে দেখেন মন্ত্রী-সহ অন্য আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement