Cooch Behar Murder

মাকে গলা টিপে খুন, পরে দেহ লোপাট! কোচবিহারে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রমাণ লোপাটের জন্য প্রথমে নিজের ঘরে গর্ত করে দেহ পুঁতে দেওয়ার চেষ্টাও করেন। কিন্তু তাতে ব্যর্থ হন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

গলা টিপে নিজের মাকে খুন করে দেহ লোপাটের চেষ্টার ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন কোচবিহার জেলা ও দায়রা জজ রুদ্রপ্রসাদ রায়। কোচবিহারের পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজেরপার কাঠালবাড়ি এলাকায় ২০২৩ সালে ১৬ জুন মিঠুন সরকার নামে এক যুবক তাঁর মা, বছর সত্তরের বাসনা সরকারকে গলা টিপে হত্যা করেন। পরে প্রমাণ লোপাটের জন্য প্রথমে নিজের ঘরে গর্ত করে দেহ পুঁতে দেওয়ার চেষ্টাও করেন। কিন্তু তাতে ব্যর্থ হন। পরে বাড়ির অদূরে একটি জমিতে গর্ত খুঁড়ে দেহ পুঁতে দিয়েছিলেন যুবক।

Advertisement

বুধবার সেই অভিযুক্ত যুবক মিঠুনকে দোষী সাব্যস্ত করে সাজা দিল নিম্ন আদালত। সরকারি আইনজীবী শিবেন রায় বলেন, ‘‘মিঠুন সরকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার মায়ের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করত। টাকা না দেওয়ার কারণেই মাকে গলা টিপে খুন করেছে ও। যে কোদাল দিয়ে মাটি খুঁড়েছিল যুবক, সেটি পরে উদ্ধার করে পুলিশ। ফরেন্সিক পরীক্ষাও হয়।’’

আদালত মিঠুনকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করেছে। ১০ হাজার টাকা অনাদায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ড। একই সঙ্গে প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দণ্ডবিধি ২০১ ধারা অনুযায়ী পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ৫০০০ টাকা অনাদায়ে আরও ছ’মাসের সশ্রম কারাদণ্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement