ISI Kolkata Recruitment 2026

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে শিক্ষকতার সুযোগ, পোস্টিং কলকাতা-সহ অন্যান্য রাজ্যে

ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২০:০১
Share:

আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।

শিক্ষকতার সুযোগ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)-এ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দেশ জুড়ে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে শিক্ষকদের। তাঁরা বিভিন্ন বিভাগে শিক্ষকতা করতে পারবেন। প্রার্থীরা অনলাইনে এ জন্য আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ৩১। নিযুক্তদের প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সেস, বায়োলজিক্যাল সায়েন্সেস, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেস, ফিজ়িক্স অ্যান্ড আর্থ সায়েন্সেস, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অপারেশন্‌স রিসার্চ, থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স এবং সোশ্যাল সায়েন্সেস বিভাগে শিক্ষকতা করতে পারবেন। তাঁদের কর্মস্থল হবে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ এবং গিরিডি-তে আইএসআই-এর বিভিন্ন শাখায়।

সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রয়োজন বিভিন্ন বিষয়ে পিএইচডি। পেশাগত অভিজ্ঞতা থাকলে মিলবে বাড়তি সুযোগ। তাঁদের প্রতি মাসে সপ্তম বেতন কমিশনের দশম বা দ্বাদশ বেতনকাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

Advertisement

ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৯ মার্চ নথি পাঠানোর শেষ দিন। এর পর প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে শিক্ষক নিয়োগ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement