IRCTC Recruitment 2026

দেশের বিভিন্ন রাজ্যে কর্মীর খোঁজ করছে আইআরসিটিসি, প্রয়োজন ৪৩ জন হসপিটালিটি মনিটর

নিযুক্তদের বেতন হবে মাসে ৩০,০০০ টাকা। এ ছাড়াও বিভিন্ন খাতে তাঁদের অতিরিক্ত সুযোগসুবিধা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০
Share:

প্রতীকী চিত্র।

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)-এ কর্মখালি। কেন্দ্রীয় এই সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। বুধবার সংস্থার তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দেশের পশ্চিমাঞ্চলে সংস্থার কার্যালয়ে কাজের দায়িত্ব পালন করতে হবে কর্মীদের।

Advertisement

সংস্থায় নিয়োগ করা হবে হসপিটালিটি মনিটর পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৪৩টি। চুক্তিভিত্তিক এই পদে প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পরে সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। তাঁদের প্রথমে পোস্টিং দেওয়া হবে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া এবং রাজস্থানে। পরবর্তীকালে কাজের প্রয়োজনে অন্যত্র স্থানান্তর করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের বেতন হবে মাসে ৩০,০০০ টাকা। এ ছাড়াও বিভিন্ন খাতে তাঁদের অতিরিক্ত সুযোগসুবিধা দেওয়া হবে।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা মূল্যায়ন করে নিয়োগ করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement