যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি স্বল্পমেয়াদি কোর্সে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, দু’টি ভিন্ন পদে নিয়োগ করা হবে কর্মীদের। নিয়োগের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কালচার-এ ইউনিসেফ পাবলিক পলিসি অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সেস কোর্সের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে এসবিসি বা পাবলিক পলিসি কনসালট্যান্ট এবং ফিল্ড সার্ভে ইনভেস্টিগেটর পদে। মোট শূন্যপদের সংখ্যা ছয়।
এসবিসি বা পাবলিক পলিসি কনসালট্যান্টের কাজের মেয়াদ থাকবে এক মাস। এর পরে আরও এক মাস মেয়াদ বাড়ানো হতে পারে। অন্য দিকে, ফিল্ড সার্ভে ইনভেস্টিগেটরেরা এই পদে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবেন।
এসবিসি বা পাবলিক পলিসি কনসালট্যান্টকে দৈনিক ৩০০০ টাকা এবং ফিল্ড সার্ভে ইনভেস্টিগেটরদের দৈনিক ৫০০ টাকা বেতন দেওয়া হবে।
গবেষণা প্রকল্পের কাজ হবে। কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের অধীনস্থ অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর সায়েন্টিফিক সোশাল রেস্পন্সিবিলিটি (এসএসআর) স্কিমের অধীনে গবেষণা প্রকল্পে স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি।
উভয় পদেই পাবলিক পলিসি, বিহেভিয়ারাল সায়েন্সেস, অর্থনীতি, মনোবিদ্যা, সমাজবিদ্যা, ডেভেলপমেন্ট স্টাডিজ় বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ইন্টার্নশিপের জন্য আবেদনকারীদের রসায়নে স্নাতকোত্তর স্তরে পাঠরত বা উত্তীর্ণ হতে হবে।
আগামী ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ হবে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে আরও জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।