বিক্ষোভ কিসানগঞ্জেও

বিহারের কিসানগঞ্জে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তৃণমূলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন রাজ্যে বিক্ষোভ সমাবেশ করছেন। এ দিন দুপুরে কিসানগঞ্জ টাউন হলের সামনে ফুটপাথে শুভেন্দুবাবু বিক্ষোভ সভা করে সব ধর্মনিরপেক্ষ দলকে এগিয়ে আসার ডাক দেন।

Advertisement
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০১:২১
Share:

বিহারের কিসানগঞ্জে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তৃণমূলের নেতা-মন্ত্রীরা বিভিন্ন রাজ্যে বিক্ষোভ সমাবেশ করছেন। এ দিন দুপুরে কিসানগঞ্জ টাউন হলের সামনে ফুটপাথে শুভেন্দুবাবু বিক্ষোভ সভা করে সব ধর্মনিরপেক্ষ দলকে এগিয়ে আসার ডাক দেন। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানিকে নিয়ে এ দিন কিসানগঞ্জে গিয়েছিলেন পরিবহণ মন্ত্রী। কিসানগঞ্জের সভায় কংগ্রেসের সাংসদ মৌলানা আশরারুল হক সহ আরজেডির স্থানীয় নেতারাও যোগ দেন। বিক্ষোভ চলাকালীন এক দিকের রাস্তাও বন্ধ করে দেয় পুলিশ। তাতে যানজট ছড়িয়ে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement