শুভেন্দু অধিকারী
ঘাঁটি মালদহ। সেখান থেকেই দু’দিন জেলার একাধিক ব্লকে কর্মিসভা করবেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ বুধবার, গাজোল ব্লক থেকে তিনদিনের সেই কর্মসূচি শুরু হবে। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে দলীয় দ্বন্দ্ব মিটিয়ে ব্লকে ব্লকে কর্মীদের মনোবল চাঙা করতেই এমন পদক্ষেপ। পাঁচটি ব্লকে তিনি কর্মিসভা করবেন। উচ্চমাধ্যমিক শুরুর আগে বাকি ১০টি ব্লকেও একইভাবে কর্মিসভা করতে চান। শুধু তাই নয়, মঙ্গলবার রাতে মালদহ পৌঁছে দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকও করেছেন শুভেন্দু।
গত মাসের ১২ তারিখ পুরাতন মালদহের নারায়ণপুরে ঘটা করে জেলাস্তরের বুথ কর্মী সম্মেলন করেছিল তৃণমূল। হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মালদহ জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দুবাবু। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ডাকা সেই সম্মেলনে ভিড়ও হয়েছিল ভালই।
দলীয় সূত্রে খবর, মালদহে প্রবল অন্তর্দ্বন্দ্ব থাকা সত্ত্বেও কংগ্রেসের গড় বলে পরিচিত মালদহে ব্যাপক ভিড় দেখে রাজ্য নেতৃত্ব উত্সাহিত হয়ে পড়েন। সিদ্ধান্ত নেওয়া হয় যে শুভেন্দুবাবু নিজেই ব্লকে ব্লকে ঘুরে ব্লক স্তরের কর্মিসভা করবেন।
সেই লক্ষ্যেই বুধবার থেকে শুরু হচ্ছে শুভেন্দুবাবুর কর্মিসভা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার তিনি তিনটি ব্লকে সভা করবেন। প্রথম সভাটি হবে বেলা ১০টায় গাজোলের হাইস্কুল মাঠে। এরপর বেলা দুটোয় সভা বামনগোলা ব্লকের পাকুয়া কলেজ মাঠে ও শেষ সভা বিকেল পাঁচটায় হবিবপুর ব্লকের জাজোইল ধান হাট মাঠে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সভা হবে পুরাতন মালদহ ব্লকের জলঙ্গা এলাকায় এবং দুপুর দুটোয় ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম চণ্ডিপুর মাঠে। সভাগুলিকে সফল করতে সংশ্লিষ্ট ব্লক ও অঞ্চ নেতৃত্ব উঠেপড়ে লেগেছেন। গাড়ি করেই কর্মীদের সভায় হাজির করানো হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, ‘‘মালদহে পঞ্চায়েত ভোটকে এ বার পাখির চোখ করেছেন শুভেন্দুবাবু। তাই কর্মীদের মনোবল বাড়াতে নিজেই ব্লকে ব্লকে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছি, এই সভাগুলির ফলে কর্মীরা আরও উজ্জীবিত হবেন, বাড়বে মনোবল।’’
শুধু কর্মীরাই নন, নেতাদের সঙ্গেও কথা বলবেন শুভেন্দু। ইংরেজবাজার পুরসভা পরিচালনা নিয়ে দলীয় কাউন্সিলরদের প্রকাশ্যে দ্বন্দ্ব, কর্মিসভাকে কেন্দ্র করে কালিয়াচক ১ ও ৩ ব্লকে নেতা-কর্মীদের হাতাহাতি ও মারপিট সেসব বিষয় নিয়ে আলোচনার সঙ্গেই পঞ্চায়েত ভোটের আগে দ্বন্দ্ব বন্ধ করতে নেতাদের ফের সতর্ক করাও হতে পারে। আলোচনা হবে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়েও।