অপহৃত কিশোর উদ্ধার, ধৃত ৩

ষষ্ঠ শ্রেণির ছাত্র এক কিশোরকে অপহরণ করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাধানগর থানার পিয়ারাপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃত ইসমাইল শেখ ও শিস মহম্মদ মালদহের ইংরেজবাজার এলাকার এবং রব্বুল শেখ পিয়ারাপুর এলাকার বাসিন্দা।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০২:০৭
Share:

ষষ্ঠ শ্রেণির ছাত্র এক কিশোরকে অপহরণ করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাধানগর থানার পিয়ারাপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃত ইসমাইল শেখ ও শিস মহম্মদ মালদহের ইংরেজবাজার এলাকার এবং রব্বুল শেখ পিয়ারাপুর এলাকার বাসিন্দা। ধৃতরা সকলেই দিল্লিতে শ্রমিক সরবরাহের কাজ করেন। ধৃতদের হেফাজত থেকে রায়গঞ্জের ডাঙাপাড়া মিরুয়াল এলাকার বাসিন্দা ১১ বছর বয়সী তাজেল রহমান নামে স্থানীয় মাদ্রাসার ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃতদের রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ আদালতের মাধ্যমে তাজেলকে তার পরিবারের লোক জনের হাতে তুলে দিয়েছে। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তীর দাবি, ওই কিশোরের পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে ধৃতদের দীর্ঘ দিন ধরে টাকা পয়সা লেনদেন নিয়ে বিবাদের চলছিল। সেই কারণেই তারা তাকে অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ দাবি করার ছক করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন