বোমা বিস্ফোরণে মৃত ২

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মহদিপুর সীমান্ত বাণিজ্য কেন্দ্রের পার্কিং ব্যবস্থার কর্তৃত্ব বা রাশ কার হাতে থাকবে, তা নিয়ে দু’পক্ষের বিবাদের প্রেক্ষিতে অশান্তি করার লক্ষ্যেই একপক্ষ বোমাগুলি তৈরি করছিল। যদিও আহতদের একজন দাবি করে, তাঁরা বোমা তৈরি করেননি। অন্য পক্ষের কয়েক জন তাঁদের লক্ষ করে বোমা ছোড়ে। তাতেই এই বিপত্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মহদিপুর শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৩:০৫
Share:

পাকড়াও: তিনটি পাত্র বোঝাই বোমা উদ্ধার। নিজস্ব চিত্র

বোমা ফেটে মৃত্যু হল ২ জনের। আহত ৫ জন। মঙ্গলবার দুপুরে মালদহের মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কেন্দ্র সংলগ্ন কালিয়াচক থানার সাইলাপুর ঘোষপাড়া গ্রামের ঘটনা। অভিযোগ, বোমা তৈরির সময়ই তা ফেটে এই মৃত্যু ও জখম হওয়ার ঘটনা। মৃত ও আহত সকলেই এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। আহতদের চার জনের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাপী ঘোষ (৩০) ও বিশ্বজিৎ ঘোষ (২৩)। আহতরা হলেন প্রসেনজিৎ ঘোষ, চিরঞ্জিত ঘোষ, দীপক ঘোষ ও কমল ঘোষ। মৃত ও আহত সকলেরই বাড়ি কালিয়াচক ৩ ব্লকের আকন্দবাড়িয়া পঞ্চায়েতের সাইলাপুর ঘোষপাড়া গ্রামে। আরও এক জন জখমের হদিস নেই। পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দিকে তৃণমূলের কালিয়াচক ৩ ব্লক সভাপতি নালেপ আলি বলেন, ‘‘এর সঙ্গে দলের কোনও যোগ নেই।’’

ঘটনাস্থল থেকে ছোট ছোট ড্রাম বোঝাই প্রচুর পরিমাণে ‘বল বোমা’ ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। পুলিশের বম্ব ডিসপোজ়াল স্কোয়াডের কর্মীরা গিয়ে সেই বোমা নিষ্ক্রিয় করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মহদিপুর সীমান্ত বাণিজ্য কেন্দ্রের পার্কিং ব্যবস্থার কর্তৃত্ব বা রাশ কার হাতে থাকবে, তা নিয়ে দু’পক্ষের বিবাদের প্রেক্ষিতে অশান্তি করার লক্ষ্যেই একপক্ষ বোমাগুলি তৈরি করছিল। যদিও আহতদের একজন দাবি করে, তাঁরা বোমা তৈরি করেননি। অন্য পক্ষের কয়েক জন তাঁদের লক্ষ করে বোমা ছোড়ে। তাতেই এই বিপত্তি।

Advertisement

মালদহ আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কেন্দ্র দিয়ে প্রতিদিন অন্তত ৩০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে রফতানি হয়। কিন্তু এই বাণিজ্য কেন্দ্রে সরকারি কোনও পার্কিং ব্যবস্থা নেই। ফলে বেসরকারি পার্কিংজ়োনেই পণ্যবাহী ট্রাক রাখা হয়। নিয়ম রয়েছে পার্কিংজ়োনে রাখা ট্রাক ধারাবাহিক নম্বর অনুযায়ী রফতানি হবে। অভিযোগ, সেই নম্বরের তোয়াক্কা না করে মোটা টাকার বিনিময়ে রোজই পিছন থেকে আগের লাইন কিনে নেন ট্রাকচালকরা। এই কারবারের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে গোলমাল অনেক দিন ধরে।

দিন কয়েক আগেও দু’পক্ষের মধ্যে গোলমাল হয়। অভিযোগ, সেই অশান্তি আরও জোরদার করতেই সাইলাপুরের একাংশ মাতব্বরদের লোকজন এ দিন গ্রামেরই একটি নিরিবিলি এলাকায় আমবাগানের মধ্যে বোমা তৈরি করছিল। আশেপাশের বাসিন্দারা জানান, পরপর কয়েকটি বোমা ফাটার শব্দ পাওয়া যায় এ দিন দুপুরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন