নিখোঁজ হওয়া তিন ছাত্রের পরিবার। নিজস্ব চিত্র
শুক্রবার স্কুলে যাওয়ার জন্য হস্টেল থেকে বেরিয়ে নিখোঁজ মালদহের মানিকচক শিক্ষা নিকেতনের তিন ছাত্র। সূত্রের খবর, নিখোঁজ হওয়ার দু’দিন পরেও খোঁজ নেই তিন জনের। কোনও অঘটন ছাড়াই সন্তানদের ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন পরিবারের সদস্যরা। শুক্রবার রাতে মানিকচক থানায় অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুল ও পুলিশ সূত্রে খবর, নিখোঁজ মুকলেস নাদাব, রবিউল মিয়াঁ ও নুরকালাম মিয়াঁ—তিন জনেরই বাড়ি মানিকচকের কোরিয়া সুলতানপুরে। সকলেরই বয়স ১৩-১৪ বছর। মুকলেস সপ্তম ও বাকি দু’জন ষষ্ঠ শ্রেণির ছাত্র। এদের কারওর বাবা ভুটভুটি চালক তো কারওর দিন মজুর।
তিন পড়ুয়াই স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করত বলে খবর। হস্টেলটি থেকে স্কুলের দূরত্ব প্রায় এক কিলোমিটার। রোজ হেঁটেই স্কুলে আসত তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধে নাগাদ স্কুলের হস্টেলের পক্ষ থেকে তাদের ফোন মারফৎ জানানো হয় যে, সকালে স্কুলে যাওয়ার জন্য ছেলেরা বের হলেও স্কুলে যায়নি, ফেরেনি হস্টেলেও। রাতেই তিন ছাত্রের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তাদের খোঁজ শুরু করে বলে খবর।
নিখোঁজ রবিউলের বাবা বাটারন মিয়াঁ জানান, ‘‘আমরা চাই ছেলেরা ঠিক মতো বাড়ি ফিরে আসুক।’’একই সুর নুরকালামের মা রাহেনা বিবির গলায়ও। গ্রামবাসীদের আশঙ্কা, ওরা কোনও পাচারকারী বা দুষ্কৃতীদের খপ্পরে পড়েনি তো?
শিক্ষকদের একাংশ জানান, মাঝে মাঝে ছাত্ররা চলে যেত হস্টেল সংলগ্ন নিজেদের বাড়িতেও। সহপাঠীরাও তাদের অনুপস্থিতি বিষয়ে তাঁদের কিছু জানায়নি।
স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক জানান, ‘‘দিন কয়েক ধরেই এই ছেলেরা হোস্টেল থেকে চলে যাবে বলছিল। সেই মতো হয়তো নিজেদের ইচ্ছায় বের হয়ে গিয়েছে। এর আগেও কয়েক বার এরা হস্টেল থেকে চলে গিয়েছিল। আবার ক’দিন পরে ফিরেও এসেছিল। আমরা থানায় জানিয়েছি।’’
পুলিশ জানিয়েছে, ওদের খোঁজ চলছে। জেলার অন্য থানাগুলোকেও জানানো হয়েছে।