Nisith Pramanik

শাহ-সহযোগীর কনভয়ে ‘হামলা’র ভিডিয়ো প্রকাশ তৃণমূলের, পাল্টা তোপ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথেরও

পুলিশের দাবি, বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় যাওয়ার সময় কয়েক জন কালো পতাকা দেখান সিতাইয়ের শিঙিমারি আমতলায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ২৩:৩২
Share:

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ফাইল চিত্র।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে ‘হামলা’র অভিযোগ ঘিরে সরগরম কোচবিহারের রাজনীতি। বৃহস্পতিবার দিন ভর এ নিয়ে তরজা চলেছে তৃণমূল এবং বিজেপি দু’পক্ষের। সন্ধ্যায় ওই ঘটনার সিসিটিভি ফুটেজ বলে দাবি করে একটি ভিডিয়ো প্রকাশ করেছে তৃণমূল। পাশাপাশি, ওই ঘটনার জন্য সরাসরি দায়ী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকেই। ওই ঘটনা নিয়ে প্রশাসনের ঘাড়ে পাল্টা দোষ চপিয়েছেন নিশীথও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ নাগাদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের কনভয় যাওয়ার সময় কয়েক জন কালো পতাকা দেখান সিতাইয়ের শিঙিমারি আমতলায়। পুলিশের দাবি, এই ঘটনার পর যাঁরা কালো পতাকা দেখিয়েছেন তাঁদের সঙ্গে নিশীথের কনভয়ের পিছনে থাকা মোটরবাইক আরোহী বিজেপিকর্মীদের ধস্তাধস্তি হয়। তার জেরে জয়দীপ মণ্ডল এবং প্রতাপ বর্মণ নামে দুই বিক্ষোভকারী অল্প আঘাত পান। এর অব্যবহিত পরেই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয় তৃণমূলের তরফে। যা ওই ঘটনার সময়কার বলে দাবি করেছে জোড়াফুল শিবির। ওই ভিডিয়ো দেখিয়ে তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক দাবি করেন, ‘‘গ্রামের সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়েছে। কিন্তু নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা গুন্ডাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে। কয়েক জন সাধারণ মানুষ আহত হয়েছেন। সিসিটিভিতে সেই হামলার ছবি ধরা পড়েছে।

এ নিয়ে প্রশাসনের ঘাড়েই দোষ চাপিয়েছেন নিশীথ। তিনি বলেন, ‘‘প্রশাসন সক্রিয় থাকলে এত লোক কোথা থেকে এল? যে দিকে আমাদের গাড়ি যাবে সেই রুট আগে থেকেই নির্ধারিত ছিল। রাজ্য সরকারের পুলিশ পাইলটিং করছিল। তারা যে দিকে নিয়ে গিয়েছে আমরা সে দিকে গিয়েছি। তার পরেও কী করে নিরাপত্তায় এত বড় ফাঁক থাকল তা আমি বুঝতে পারছি না। লাঠিসোঁটা এবং বিভিন্ন অস্ত্র নিয়ে বহু মানুষ মোতায়ন ছিল। বিজেপি কর্মীদের সামনে তাদের নেতা, বিধায়ক বা সাংসদের উপর হামলা হচ্ছে, স্বাভাবিক ভাবেই বিজেপি কর্মীরা চুপ করে বসে থাকবে না।’’

Advertisement

এ নিয়ে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, নিশীথের কনভয়ে কোনও হামলা হয়নি। তাঁর মতে, ‘‘কিছু মানুষ জমায়েত হয়ে কালো পতাকা দেখিয়েছিলেন। কয়েক জন বিজেপি কর্মী কনভয়ের পিছনে বাইক নিয়ে যাচ্ছিল। যাঁরা কালো পতাকা দেখিয়েছিলেন তাঁদের হাত থেকে পতাকা ছিনিয়ে নেন বিজেপি কর্মীরা এবং বেশ কয়েকটি বাইকে ভাঙচুর চালাযন। এই ঘটনায় দুইজন গ্রামবাসী আহত হয়েছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন