সরব হতে ডাক দিলেন গৌতম

গৌতম বলেন, ‘‘পুরসভা ও মহকুমা পরিষদে আমরা বিরোধী। ওই দুটি ক্ষেত্রে কর্তৃপক্ষের যে সব খামতি রয়েছে, সেগুলি নিয়ে আমাদের আরও বেশি করে সরব হতে হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০২:৩১
Share:

শিলিগুড়ি পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদে দলের নেতাদের আরও বেশি করে সরব হওয়ার, আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিলেন জেলা সভাপতি গৌতম দেব। রবিবার শিলিগুড়ির হিলকার্ট রোডের দলীয় কার্যালয়ে দার্জিলিং জেলা কমিটি এবং কোর কমিটির পদাধিকারিদের নিয়ে বৈঠকে তিনি ওই নির্দেশ দিয়েছেন। তবে কী ভাবে সেই আন্দোলন হবে, তা নিয়ে এ দিন স্পষ্ট কিছু তিনি বলেননি বলে দলেরই নেতাদের কয়েক জন জানিয়েছেন।

Advertisement

এ দিনই শিলিগুড়ি পৌঁছন পাহাড়ে দলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। সোমবার মিরিক পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন তিনি। এর আগেই শিলিগুড়িতে দলের নেতাদের নিয়ে বৈঠকে তিনি জানান, মাসে অন্তত এক বার জেলা কমিটির এবং প্রতি সপ্তাহে কোর কমিটির বৈঠক করতে হবে। গৌতম বলেন, ‘‘পুরসভা ও মহকুমা পরিষদে আমরা বিরোধী। ওই দুটি ক্ষেত্রে কর্তৃপক্ষের যে সব খামতি রয়েছে, সেগুলি নিয়ে আমাদের আরও বেশি করে সরব হতে হবে।’’

তবে বর্ষা এসে যাওয়ায় কর্মসূচি নিয়ে সবিস্তার আলোচনা হয়নি, জানান তিনি।

Advertisement

মেয়র অশোক ভট্টাচার্য অবশ্য বলেছেন, ‘‘তৃণমূল আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে কী! নবান্ন অভিযানের পর এ বার আমরাই ওদের বিরুদ্ধে এসজেডিএ, পর্যটন দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর-সহ সমস্ত বিষয়ে আন্দোলন শুরু করব।’’

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পুরসভার বিরুদ্ধে আন্দোলনে কৃষ্ণ পালকে আহ্বায়ক করে কমিটি গঠিত হয়। কাজের সমন্বয়ের জন্য তৃণমূলের তিনটি টাউন ব্লক কমিটির সভাপতিদেরও তাতে যুক্ত করা হয়। এ দিন মাটিগাড়া, আটেরোখাই এলাকার দলীয় নেতৃত্বদের নিয়েও বৈঠক করেন গৌতম। পরে তিনি জানান, সরকারের কাজ তুলে ধরতে বুথস্তরে গিয়ে প্রচার করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন