Cooch Behar

‘বিদ্রোহী’ মিহিরের বাড়িতে রবীন্দ্রনাথ, জল্পনা জিইয়ে রাখলেন বিধায়ক

মিহিরের তরফে অবশ্য বরফ গলার ইঙ্গিত মেলেনি। তিনি বলেন, ‘‘বর্তমানে বা ভবিষ্যতে কী করব, তা নিয়ে ভাবনা-চিন্তা করছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৪:৩০
Share:

মিহির গোস্বামীর বাড়িতে বরীন্দ্রনাথ ঘোষ। —নিজস্ব চিত্র

দলের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামীর মান ভাঙাতে তাঁর বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার তাঁর বাড়িতে গিয়ে প্রায় ৪০ মিনিট একান্তে বৈঠক করেন রবীন্দ্রনাথ। যদিও তার পরেও মিহিরের ‘অভিমান’ দূর হয়েছে কিনা তা নিয়ে সংশয় কাটেনি।

Advertisement

কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির বেশ কিছু দিন ধরেই দলের বিরুদ্ধে বেসুরো। তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। সেই জল্পনা যে পুরোপুরি মিটে গিয়েছে এমন নয়। তার মধ্যেই মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তাঁর বাড়িতে হাজির হন বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ।

দলের নির্দেশেই রবীন্দ্রনাথ মিহিরের বাড়িতে গিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি তিনি। মন্ত্রী বলেন, ‘‘দুর্গাপুজোর পর থেকে মিহিরদার সঙ্গে দেখা হয়নি। তাই বিজয়া সম্মিলনী ও দীপাবলীর শুভেচ্ছা বিনিময় করতেই তিনি এসেছিলেন।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা চাই মিহিরদা দলে যেভাবে আগে ছিলেন, সে ভাবেই থাকুন। উনি প্রবীণ নেতা। আমরা চাইব তিনি দলে থাকুন।

Advertisement

আরও পড়ুন: পাইপ ফেটে বিপত্তি, শনি ও রবি মিলবে না টালা ট্যাঙ্কের জল

আরও পড়ুন: আন্দামানে নিখুঁত লক্ষ্যভেদ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নয়া ‘ভূমি’ সংস্করণের

মিহিরের তরফে অবশ্য বরফ গলার ইঙ্গিত মেলেনি। তিনি বলেন, ‘‘বর্তমানে বা ভবিষ্যতে কী করব, তা নিয়ে ভাবনা-চিন্তা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন