সিএএ নিয়ে পাল্টা প্রচারে তৃণমূল

জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশবাসীর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

রায়গঞ্জ শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০১:২৬
Share:

প্রতীকী ছবি।

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে উত্তর দিনাজপুর জেলায় বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে বিজেপি। এই পরিস্থিতিতে আইনটি বাতিলের দাবিতে জেলায় পাল্টা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দল সূত্রে খবর, প্রথম দফায় ১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করেছে তৃণমূল। তার মধ্যে ওই আইন বাতিলের দাবিতে বাড়ি বাড়ি প্রচারেরও কর্মসূচি রয়েছে।

Advertisement

জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশবাসীর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। শুরু হয়েছে বৈধ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তও। ফলে জেলার বহু বাসিন্দা নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছেন। নাগরিকত্বের বিভিন্ন নথি সংশোধন করতে গিয়ে বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। কানাইয়ার কথায়, ‘‘তৃণমূল যতদিন এ রাজ্যে ক্ষমতায় রয়েছে, ততদিন এ রাজ্যে এই আইন কার্যকর করতে দেওয়া হবে না। সেটি বাতিলের দাবিতে ১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দফায় জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।’’

তৃণমূলের দাবি, নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ১ ফেব্রুয়ারি দুপুর দু’টো থেকে দলের তরফে জেলার ন’টি ব্লকে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হবে। ৪ ফেব্রুয়ারি মহিলা তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য ওই আইন বাতিলের দাবিতে রায়গঞ্জে প্রতিবাদ সভা করবেন। ৫ ফেব্রুয়ারি একই দাবিতে তৃণমূলের তরফে জেলাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে দল সূত্রে খবর। পরদিন একই দাবিতে তৃণমূলের নেতা ও কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌনী মিছিলে শামিল হবেন বলে জানালেন জেলা নেতৃত্ব। দল সূত্রেই খবর, ১০-১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তৃণমূলও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করবে আর ওই আইন বাতিলের দাবিতে তাঁদের মত নথিভুক্ত করবে।

Advertisement

সিএএ-এর সমর্থনে ১ জানুয়ারি থেকে বিজেপি জেলার ন’টি ব্লক ও চারটি পুর এলাকায় একটানা পথসভা ও পদযাত্রা করছে। ১৬ জানুয়ারি থেকে বিজেপির নেতা ও কর্মীরা ওই আইনের সমর্থনে জেলাজুড়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেটও বিলি করছেন। এ অবস্থায় বিজেপি আইন বাতিলের দাবিতে তৃণমূলের পাল্টা কর্মসূচিকে কোনও গুরুত্ব দিতে চাইছে না। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবি, ‘‘দেশের বৈধ নাগরিকদের উপর কোনও প্রভাব পড়বে না। এর সমর্থনে কয়েকদিন আগেই ডালখোলায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পদযাত্রায় বাসিন্দাদের ভিড় উপচে পড়েছিল। তা দেখে তৃণমূল আতঙ্কিত হয়ে বাসিন্দাদের ভুল বোঝাতে আসরে নেমেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন