Udayan Guha

Udayan Guha: ‘উত্তরবঙ্গের আরও উন্নয়ন হবে’, উদয়ন মন্ত্রী হতেই সবুজ আবিরে মাতলেন অনুগামীরা

বুধবার বিকেল থেকে দিনহাটায় তৃণমূলের কার্যালয়ের সামনে সবুজ আবির নিয়ে মেতে ওঠেন উদয়নের অনুগামীরা। বাজি ফাটানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ২২:৩৪
Share:

উদয়ন গুহ

দীর্ঘ অপেক্ষার অবসান। শেষমেশ রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বুধবার বিকেলে রাজভবনে রাজ্যের মন্ত্রী হিসাবে তিনি যখন শপথবাক্য পাঠ করছেন, সেই সময় উল্লাসে মেতে উঠল দিনহাটা। রাস্তায় নেমে আবির খেললেন দলের কর্মী-সমর্থকেরা। মন্ত্রিত্ব পাওয়ার পর উদয়ন বলেন, ‘‘দল আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করা আমার কর্তব্য।’’

Advertisement

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে উদয়নকে। এ প্রসঙ্গে কোচবিহারে জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘উদয়নবাবু উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ায় আমরা খুশি। উত্তরবঙ্গের আরও উন্নয়ন হবে এ বার।’’

বুধবার বিকেল থেকে দিনহাটায় তৃণমূলের কার্যালয়ের সামনে সবুজ আবির নিয়ে মেতে ওঠেন উদয়নের অনুগামীরা। বাজি ফাটানো হয়। রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হবে বলে গত সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই মন্ত্রিসভায় নতুন মুখের সম্ভাব্য তালিকায় উপরে ছিলেন উদয়ন। বুধবার সেই জল্পনাই সত্যি হওয়ায় বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল কোচবিহারের দলীয় কর্মীদের মধ্যে।

Advertisement

উদয়নের বাবা কমল গুহ বাম আমলে কৃষিমন্ত্রী ছিলেন। কমল বামফ্রন্টের শরিক দল ফরোয়ার্ড ব্লকের প্রভাবশালী নেতা হিসাবে দীর্ঘ দিন দিনহাটার বিধায়ক ছিলেন। উদয়নেরও রাজনীতিতে হাতেখড়ি সেই ফরোয়ার্ড ব্লক দিয়েই। গত বিধানসভা ভোটে উদয়ন হারলেও উপনির্বাচনে ‘রেকর্ড’ ভোট পেয়েছিলেন তিনি। এ বার রাজ্য মন্ত্রিসভায় জায়গা হল তাঁর।

উদয়ন মন্ত্রী হওয়ার খবরে অভিজিৎ বলেন, ‘‘উত্তরবঙ্গ উন্নয়ন দফতর আমাদের জেলার উদয়নবাবুকে দেওয়া হয়েছে। এ জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দলের পক্ষ থেকে আমরা সকলেই খুশি। এর ফলে কোচবিহার-সহ উত্তরবঙ্গের বাকি জেলা উন্নয়ন বাড়বে। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর রবীন্দ্রনাথ ঘোষের হাতে ছিল। তখনও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উন্নয়ন হয়েছে। এ বারও তাই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন