মার্চে ফের পর্যটক টানতে বিশেষ ট্যুর

জেলার পর্যটকদের টানতে পাঁচ বছর আগে একবার প্যাকেজ ট্যুর চালু করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) মালদহ ডিপো। কিন্তু আশানুরূপ পর্যটক না মেলায় সেই উদ্যোগ বিফল হয়। ক’বছর ‘সবুজের হাতছানি’ স্লোগানে আর প্যাকেজ ট্যুরের ঝুঁকি নেয়নি এই ডিপো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৫
Share:

জেলার পর্যটকদের টানতে পাঁচ বছর আগে একবার প্যাকেজ ট্যুর চালু করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) মালদহ ডিপো। কিন্তু আশানুরূপ পর্যটক না মেলায় সেই উদ্যোগ বিফল হয়। ক’বছর ‘সবুজের হাতছানি’ স্লোগানে আর প্যাকেজ ট্যুরের ঝুঁকি নেয়নি

Advertisement

এই ডিপো।

পাঁচ বছর পরে এ বারের ডিসেম্বর ও জানুয়ারিতে ডুয়ার্স সহ পাহাড় ও সুন্দরবনে দু’টি প্যাকেজ ট্যুর সফল হয়েছে। তাই ফের মার্চে আরও দু’টি প্যাকেজ ট্যুর করতে উদ্যোগী হয়েছে এই ডিপো। পর্যটকদের টানতে এ বার গ্যাংটক ও ডুয়ার্স সহ ভুটানের ফুন্টসিলিংয়ে প্যাকেজ ট্যুর করছে তারা। সে জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী বলেন, ‘‘আমরা মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি পর্যটনেও উৎসাহও দিচ্ছি। মালদহের প্রস্তাব আমরা খতিয়ে দেখছি।’’

Advertisement

এনবিএসটিসি-র মালদহ ডিপো সূত্রে জানা গিয়েছে, ২০১১-১২ আর্থিক বছরে উত্তরের অন্য ডিপোর সঙ্গে তাল মিলিয়ে এই ডিপোও জেলার পর্যটকদের টানতে ডুয়ার্স, পাহাড় ও সুন্দরবনে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছিল। জেলা জুড়ে জোরদার প্রচারও হয়েছিল, বিলি করা হয়েছিল প্রচুর লিফলেট। কিন্তু পর্যটক না হওয়ায় ডুয়ার্সে একটি ট্যুরও হলেও পরের নির্ধারিত প্যাকেজগুলি ফ্লপ করে। ফলে এই কয়েক বছর আর পর্যটনে ঝুঁকি নেননি তাঁরা।

তবে প্রায় পাঁচ বছর পর এ বার ডিসেম্বরের ২৯ তারিখ থেকে তিন দিন-রাতের জন্য ডুয়ার্স সহ পাহাড়ে একটি ও ১৯ জানুয়ারি থেকে পাঁচ রাতের জন্য সুন্দরবনে একটি প্যাকেজ ট্যুর করা হয়। ডুয়ার্স কাম পাহাড়ের ট্যুরটিতে মালদহের ৩৫ জন পর্যটককে এসি বাসে লাটাগুড়ি নিয়ে
যাওয়া হয়েছিল।

সেখানে রিসর্টে রেখে ছোট গাড়ি করে গোরুমারা, মূর্তি, চালসা হয়ে পাহাড়ের লাভা, লোলেগাঁও প্রভৃতি যায়গায় পর্যটকদের নিয়ে ঘোরানো হয়েছিল। প্যাকেজ ছিল মাথা পিছু ৪ হাজার ৯০০ টাকা। আর সুন্দরবনের প্যাকেজে গিয়েছিলেন ৫০ জন পর্যটক। তাঁদের কলকাতা পর্যন্ত রকেট বাসে এবং পরে ট্রেন ও ছোটগাড়ি করে সুন্দরবনের বিভিন্ন এলাকা সহ গঙ্গাসাগর ঘোরানো হয়। প্যাকেজ ছিল মাথা পিছু ৫ হাজার ৯৫০ টাকা।

সংস্থার মালদহ ডিপো ইনচার্জ গৌতম ধর বলেন, ‘‘নোট বাতিলের জেরে প্যাকেজ ট্যুর সফল হবে কি না, তা নিয়ে আমরা আশঙ্কায় ছিলাম। কিন্তু পাঁচ বছর পর পর্যটনের ফের প্যাকেজ ট্যুর চালু করে আমরা এ বার দারুণ সাড়া পেয়েছি। তাই মার্চে আবার ডুয়ার্স সহ ভুটানের ফুন্টসিলিং এবং গ্যাংটক এই দু’টি প্যাকেজ ট্যুর করা হচ্ছে। দুটি প্যাকেজেই মাথা পিছু খরচ প্রায় ৬ হাজার টাকা করে ধরা হয়েছে। আমাদের ডিপোর বাস ও ছোট গাড়ি ভাড়া নিয়েই পর্যটকদের ঘোরানো হবে। আকর্ষণ বাড়াতে আমরা আরও একটি এসি বাস মালদহ ডিপোতে পাঠানোর জন্য প্রস্তাবও রেখেছি।’’

মালদহ ডিপোতে এখন একটি মাত্র এসি বাস রয়েছে। যা প্রতিদিন মালদহ-বালুরঘাট রুটে
যাতায়াত করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন