টোম্যাটোর দামে বৃষ্টির ধাক্কা

টোম্যাটোর দাম এক ধাক্কায় কমে অর্ধেক হয়ে গেল। কারণ, গত সপ্তাহে হঠাৎ প্রবল বৃষ্টি। ফলে, টোম্যাটো রোগগ্রস্ত হচ্ছে। টোম্যাটো বাইরে চালান যাওয়ার পথে পচে যাচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। যদিও কৃষি দফতরের মতে কিছুদিন বৃষ্টি না হলে েটাম্যাটো গুণমান আবার বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিবাড়ি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০২:২৬
Share:

হলদিবাড়ি পাইকারি সব্জি বাজারের টোম্যাটো খাচ্ছে গরু।— নিজস্ব চিত্র।

টোম্যাটোর দাম এক ধাক্কায় কমে অর্ধেক হয়ে গেল। কারণ, গত সপ্তাহে হঠাৎ প্রবল বৃষ্টি। ফলে, টোম্যাটো রোগগ্রস্ত হচ্ছে। টোম্যাটো বাইরে চালান যাওয়ার পথে পচে যাচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। যদিও কৃষি দফতরের মতে কিছুদিন বৃষ্টি না হলে েটাম্যাটো গুণমান আবার বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবেন।

Advertisement

এবার টোম্যাটোর মরসূম কৃষক এবং ব্যবসায়ীদের পক্ষে ছিল। জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুমাস ধরে টোম্যাটো হলদিবাড়ি থেকে সরাসরি পাঞ্জাবের ওয়াগা সীমান্ত পার হয়ে পাকিস্তানে চালান গেছে। কৃষক এবং ব্যবসায়ীরা সকলেই লাভবান হয়েছেন। এরপর মার্চ মাসে উত্তরপ্রদেশে টম্যাটোর প্রচুর চাহিদা দেখা দেয়। হলদিবাড়ির টোম্যাটো গোরখপুর থেকে লখনউ পর্যন্ত সমস্ত জায়গায় চালান যাচ্ছিল। এই চাহিদার ফলে গত সপ্তাহ পর্যন্ত টোম্যাটোর পাইকারি দাম সব সময় ১০ টাকার উপর ছিল।

কিন্তু বাদ সাধল গত সপ্তাহের বৃষ্টি। কৃষি দফতরের মতে গত সপ্তাহে তিনদিনে মোট ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে টোম্যাটোর মধ্যে দাগ দেখা দিচ্ছে। টোম্যাটোর মধ্যে জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ট্রাকে বাইরে পাঠাতে গেলে ২০ ভাগ টোম্যাটো পচে যাচ্ছে। এক ধাক্কায় টোম্যাটোর পাইকারি দাম কমে প্রতি কিলোগ্রাম ৫ টাকা হয়ে গেছে। বুধবারে হলদিবাড়ি পাইকারি সব্জি বাজারের চিত্র রোগগ্রস্ত ফেলে দেওয়া টোম্যাটো গরুতে খাছে।

Advertisement

হলদিবাড়ি পাইকারি সব্জি ব্যবসায়ী সমিতির সম্পাদক দিগ্বিজয় সরকার বলেন, “উত্তর ভারতে টোম্যাটোর চাহিদা আছে। তিন দিনের পথ যেতে যেতে ২০ ভাগ টোম্যাটো পচে যাচ্ছে। টোম্যাটো রোগগ্রস্ত হওয়ার ফলে দাম কমেছে।”হলদিবাড়ি পাইকারি সব্জি ব্যবসায়ীদের সংগঠন সুত্রে জানা যায় যে এখন প্রতিদিন ৭৫০ টন টোম্যাটো উত্তর ভারতে চালান যাচ্ছে।

কৃষকেরা জানিয়েছেন বৃষ্টির ফলে টোম্যাটোতে রোগ দেখা দিয়েছে। ফল দ্রুত পচে যাচ্ছে। বক্সিগঞ্জের কৃষক সলেমন আলি, প্রধানপাড়ার কৃষক আনারুল হক বলেন, “এ বছর েটাম্যাটো ফলিয়ে ভালই লাভ হচ্ছিল। হঠাৎ বৃষ্টি সব কিছু মাটি করে দিল।” তবে আশার আলো দেখিয়েছে কৃষি দফতর। হলদিবাড়ি ব্লকের কৃষিআধিকারিকী সঞ্জীব মৈত্রী বলেন, “কিছুদিন বৃষ্টি না হলে টোম্যাটোর সব সমস্যা চলে যাবে। টোম্যাটোর ভেতরে জল জমবে না এবং গায়ে কোন দাগ হবে না। টোম্যাটোর গুণমান আবার বৃদ্ধি পাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন