টোটো-ইউনিয়ন গড়ল তৃণমূল

এ বার টোটোতেও ইউনিয়ন গড়ল তৃণমূল। সোমবার শিলিগুড়িতে তৃণমূলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির সদস্য পদ নিলেন কয়েকশো টোটো চালক। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে একটি সভায় টোটোচালকদের নতুন সংগঠন তৈরি হল। ডাবগ্রাম ফুলবাড়ি ও দার্জিলিং জেলা টোটো অপারেটর্স অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠন তৈরি হল বলে জানান দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি অরূপরতন ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩৪
Share:

এ বার টোটোতেও ইউনিয়ন গড়ল তৃণমূল। সোমবার শিলিগুড়িতে তৃণমূলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির সদস্য পদ নিলেন কয়েকশো টোটো চালক। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে একটি সভায় টোটোচালকদের নতুন সংগঠন তৈরি হল। ডাবগ্রাম ফুলবাড়ি ও দার্জিলিং জেলা টোটো অপারেটর্স অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠন তৈরি হল বলে জানান দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি অরূপরতন ঘোষ। তাঁর দাবি, ‘‘এখন থেকে তৃণমূলের ট্রেড ইউনিয়নের অধীনে এই চালকেরা কাজ করবে। তবে তাঁদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক চালক যেন সরকারি পারমিট নিয়েই গাড়ি চালান তাও খতিয়ে দেখবে আইএনটিটিইউসি।’’ অরূপবাবুর দাবি, প্রচুর সংখ্যক টোটোচালক তাঁদের কাছে সদস্য হওয়ার আবেদন জানিয়েছিলেন। এদিন তাঁদের সদস্য করার পদ্ধতি চালু করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের অন্যতম কার্যকরী সভাপতি নান্টু পাল, পরিবহণ বোর্ডের সদস্য তথা তৃণমূলের অন্যতম জেলা সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য প্রমুখ। মদনবাবু বলেন, ‘‘কেউ আইন ভাঙলে তাঁর পাশে সংগঠন বা দল থাকবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement