Coronavirus

এক দিনে মৃত্যু আরও ২ জনের

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শিলিগুড়িতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জন।

Advertisement

সৌমিত্র কুণ্ডু 

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ০২:১৭
Share:

প্রতীকী ছবি

করোনা আক্রান্ত হয়ে ফের দুই ব্যক্তির মৃত্যু হল শিলিগুড়ি শহরে। সোমবার দুপুরে কাওয়াখালির কোভিড হাসপাতালে মারা যান আশ্রমপাড়ার বাসিন্দা ৭২ বছরের এক বৃদ্ধা। ৭১ বছরের অপর এক ব্যক্তি মারা গিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যালে। বাড়ি বাঘাযতীন কলোনি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই দু’জনকে নিয়ে এ দিন শহরে নতুন করে ১৬ জনের শরীরে সংক্রমণের রিপোর্ট মিলেছে। তাঁদের মধ্যে একজন মেডিক্যালের স্বাস্থ্যকর্মী এবং একজন ব্যাঙ্ককর্মী।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শিলিগুড়িতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জন। শুধু শিলিগুড়ি শহরেই করোনা আক্রান্ত দু’শো ছুঁয়েছে। সেই সঙ্গে জেলায় আক্রান্ত তিনশো ছাড়িয়েছে। শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান এবং আর এক বোর্ড সদস্য আক্রান্ত। মাটিগাড়ার নার্সিংহোমে চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের চিকিৎসা চলছে প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন সাফাই বিভাগের দায়িত্বে থাকা বোর্ড সদস্য মুকুল সেনগুপ্ত।

পুরসভা ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত এলাকায় আক্রান্তরা কী ভাবে সংক্রমণের শিকার হলেন তা পরিষ্কার নয় সে সব ক্ষেত্রে তাঁদের বাড়ি এবং লাগোয়া অংশ কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হচ্ছে। এখনও ৬৮টি কনটেনমেন্ট জ়োন রয়েছে। জোর দেওয়া হচ্ছে আক্রান্ত এলাকাগুলো জীবাণু মুক্ত করার উপর। পুরসভা ছাড়াও দমকল সেই কাজে সহযোগিতা করছে। ৪৬ নম্বর ওয়ার্ডে এখনও পর্যন্ত ৪৪ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত দুই ব্যক্তির মারা গিয়েছেন ওই ওয়ার্ডে। আক্রান্ত বোর্ড সদস্য মুকুলবাবু ওই ওয়ার্ডেরই বিদায়ী কাউন্সিলর। ২৮ নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত অন্তত ১৩ জন আক্রান্ত। আক্রান্ত বাড়ছে ৩৭ ও ১৮ নম্বর ওয়ার্ডেও।

Advertisement

পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ বলেন, ‘‘বাজার, দোকানে সতর্কতা নেওয়া হচ্ছে। ধারাবাহিক নজরদারি এবং প্রচার চালানো হচ্ছে। সকলেই কাজ করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement