Udayan Guha

সরকারি সুবিধা দিতে কেউ টাকা চাইলে জানাবেন : উদয়ন

বিজেপির বিরুদ্ধে উদয়ন ফের বাংলা ভাগের চক্রান্ত করার অভিযোগে তোপ দাগেন। বলেন, ‘‘রাজ্য ভাগ হতে দেব না। রাস্তায় নেমে লড়াই করব, জেলে যেতে হয়, যাব। তবু রাজ্য ভাগ হতে দেব না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ০৯:০৬
Share:

উদয়ন গুহ। — ফাইল চিত্র।

‘‘কেউ যদি কোনও কারণে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা চায়, ফোন করে আমাকে জানাবেন। তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করবো আমরা।’’ দিনহাটার খেরবাড়িহাটে রবিবার তৃণমূলের সভায় এ ভাবেই দলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

Advertisement

সভায় মন্ত্রী বলেন, ‘‘গর্ব করে বলতে পারি, দিনহাটায় একটা লোকও খুঁজে পাবেন না, যে বলতে পারে উদয়ন গুহ আমার কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে।’’ চাকরির নামে কেউ টাকা চাইলে, প্রথমে তাঁকে জানিয়ে তার পরে ওই ব্যক্তির বাড়ির সামনে ধর্নায় বসার পরামর্শ দেন মন্ত্রী। জানান, পাশে থাকবেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘দুর্নীতিতে ডুবে যাওয়া তৃণমূল নেতাকর্মীদের মুখে এ সব কথা মানায় না। চাকরির নামে টাকা নেওয়া থেকে শুরু করে মানুষকে সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দিতে তৃণমূল নেতারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। যে দলের মন্ত্রী থেকে বিধায়ক ও নেতারা জেলে রয়েছে, তাদের মুখে এ সব কথা মানায় না।’’

বিজেপির বিরুদ্ধে উদয়ন ফের বাংলা ভাগের চক্রান্ত করার অভিযোগে তোপ দাগেন। বলেন, ‘‘রাজ্য ভাগ হতে দেব না। রাস্তায় নেমে লড়াই করব, জেলে যেতে হয়, যাব। তবু রাজ্য ভাগ হতে দেব না। পশ্চিমবঙ্গকে ভাগ করে আমাদের সর্বনাশ করেছে ইংরেজরা। বিজেপি নতুন করে বাংলা ভাগের চক্রান্ত শুরু করেছে।’’

Advertisement

বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় পাল্টা বলেন, ‘‘তৃণমূল নেতা-কর্মীরা যে মানুষের থেকে টাকা তোলেন, প্রমাণ করলেন মন্ত্রী স্বয়ং। তিনি কখনও নিজের দলের, কখনও বিরোধী দলের নেতা-কর্মীদের আক্রমণ করে খবরের শিরোনামে থাকার চেষ্টা করছেন। মানুষ জবাব দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement