দিনহাটার পুরপ্রধানের দায়িত্ব নিলেন উদয়ন

পুরসভার চেয়ারম্যান হিসাবে নতুন ইনিংস শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ। প্রায় দু’দশকের ব্যবধানে উদয়নবাবু দিনহাটার দ্বিতীয় বিধায়ক হিসাবে বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যানের দায়িত্বভার বুঝে নিয়েছেন। এর আগে ১৯৮১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিতাইয়ের ফরওয়ার্ড ব্লক বিধায়ক দীপক সেনগুপ্ত দিনহাটা পুরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:১০
Share:

দিনহাটা পুরসভায় বসে আছেন চেয়ারম্যান উদয়ন গুহ এবং বাঁ পাশে ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী।

পুরসভার চেয়ারম্যান হিসাবে নতুন ইনিংস শুরু করলেন দিনহাটার বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ। প্রায় দু’দশকের ব্যবধানে উদয়নবাবু দিনহাটার দ্বিতীয় বিধায়ক হিসাবে বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যানের দায়িত্বভার বুঝে নিয়েছেন। এর আগে ১৯৮১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিতাইয়ের ফরওয়ার্ড ব্লক বিধায়ক দীপক সেনগুপ্ত দিনহাটা পুরসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

এ দিন দিনহাটার মহকুমাশাসক দফতরের লাগোয়া মাঠে রীতিমতো মঞ্চ তৈরি করে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেখানে উৎসাহী বাম নেতা-কর্মীদের ভিড় ছিল। সাধারণ বাসিন্দাদের অনেকেও ওই অনুষ্ঠান দেখতে ভিড় জমান। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর আয়োজিত বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন বিদায়ী পুরসভা চেয়ারম্যান চন্দন ঘোষ। ওই সভাতেই উদয়নবাবুর নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করেন ১ নম্বর ওয়ার্ডের ফব কাউন্সিলর জয়দীপ ঘোষ। উপস্থিত সব বাম কাউন্সিলররা তা সমর্থন করেন। তৃণমূলের তরফেও অন্য কোনও নাম প্রস্তাব করা হয়নি। ফলে বিনা বাধায় দিনহাটার নির্বাচিত অষ্টম চেয়ারম্যান হন উদয়নবাবু। এ দিনই ওই পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন সিপিএমের শুভময় চক্রবর্তী। দিনহাটার মহকুমাশাসক কৃষ্ণাভ ঘোষ বলেন, “চেয়ারম্যান হিসেবে একটিই নাম প্রস্তাব হয়েছে। তিনিই নির্বাচিত হয়েছেন।”

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর উদয়নবাবুকে ঘিরে বাম নেতা-কর্মীদের মধ্যে শুভেচ্ছা জানাতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। পুরসভা দফতরে গিয়ে চেয়ারম্যানের কক্ষেও এ দিন বেশ কিছুক্ষণ ছিলেন তিনি। সেখানেও ফুল, মালায় উৎসাহীরা নবনির্বাচিত পুরসভা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ পুর পরিষেবার উন্নয়নের পাশাপাশি দিনহাটার সাংস্কৃতিক পরিমণ্ডল ঘিরে বোর্ডের পরিকল্পনার কথা জানান। দিনহাটার নয়া পুরসভা চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, “পানীয় জলের সমস্যা রয়েছে। অনেক বাড়িতে সংযোগ দেওয়া যায়নি। নিকাশি নিয়েও আত্মতুষ্টির ব্যাপার নেই। সমস্ত পরিষেবার উন্নয়ন তো বটেই দিনহাটার সাংস্কৃতিক পরিমণ্ডল প্রসারে ওয়ার্ডে ওয়ার্ডে রবীন্দ্রজয়ন্তী পালন থেকে নববর্ষ বরণের মত অনুষ্ঠানের উদ্যোগ নিতে চাইছি। শুক্রবার পুরবোর্ডের জরুরি বৈঠকও ডাকা হয়েছে।”

Advertisement

পুর-চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তিনি যে সংঘাতে যেতে চাইছেন না তাও এ দিন উদয়নবাবুর বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। ফরওয়ার্ড ব্লকের পুরসভা চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, “রাজ্য সরকার পুরসভার শ্রেণী অনুযায়ী যে আর্থিক বরাদ্দ দেয় সেই টাকা তো দেবেই, বাড়তি বরাদ্দও আশা করছি। কলকাতায় গিয়েই ওই ব্যাপারে পুরমন্ত্রীর সঙ্গে কথা বলব।” সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় শিলিগুড়ি, দিনহাটাকে বাদ দিলে রাজ্যের সার্বিক উন্নয়ন হতে পারেনা। সেটা হলে ওই দুই এলাকায় কালো ক্ষত তৈরি হবে।’’

ছবি: হিমাংশুরঞ্জন দেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন