রেলে পণ্য পরিষেবা বন্ধ হওয়ায় ক্ষোভ

প্রায় চার মাস ধরে দিনহাটা স্টেশন থেকে রেলের পণ্য পরিষেবা বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে আন্দোলন জোরদার করতে নির্বাচনের ফল ঘোষণার পর অবস্থান বিক্ষোভের পাশাপাশি প্রতীকি রেল অবরোধের হুমকি দিয়েছেন মহকুমা ব্যবসায়ী সমিতির কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০২:৪৮
Share:

প্রায় চার মাস ধরে দিনহাটা স্টেশন থেকে রেলের পণ্য পরিষেবা বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে আন্দোলন জোরদার করতে নির্বাচনের ফল ঘোষণার পর অবস্থান বিক্ষোভের পাশাপাশি প্রতীকি রেল অবরোধের হুমকি দিয়েছেন মহকুমা ব্যবসায়ী সমিতির কর্তারা।

Advertisement

সমিতির অভিযোগ, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ওই পরিষেবা চালু ছিল। জানুয়ারি মাস থেকে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। রেল কর্তৃপক্ষের কাছে বহুবার ওই পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে। কিন্তু আখেরে লাভ হয়নি। আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের ফল ঘোষণা পর্ব মিটলে দিনহাটায় আন্দোলনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “রেলের পার্সেল ভ্যানে পণ্য পরিষেবা বন্ধ থাকায় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। বহুবার ওই সমস্যা মেটাতে আর্জি জানিয়ে কাজ হয়নি। ভোটের ফল ঘোষণার পর তাই অবস্থান বিক্ষোভের পাশাপাশি দিনহাটা স্টেশনে প্রতীকি রেল অবরোধের ডাক দেওয়া হবে।”

ওই ব্যবসায়ী সংগঠন সূত্রেই জানা গিয়েছে, গতবছর অগস্ট মাসে দিনহাটা স্টেশন থেকে পার্সেল ভ্যানে পণ্য পরিবহণ পরিষেবা চালু হয়। আলিপুরদুয়ার জংশন থেকে বামনহাট প্যাসেঞ্জারে অতিরিক্ত পার্সেল ভ্যান যুক্ত করে দৈনিক ২৩ টন পণ্য পাঠানোর পরিষেবা দেওয়া হচ্ছিল। প্রথমে গত অক্টোবরে কিছু দিনের জন্য পরিষেবা ব্যাহত হয়। পরে ডিসেম্বরের শেষদিক থেকে আচমকা পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে। ফলে দিনহাটা থেকে ট্রাকে বেশি খরচে ডুয়ার্স ও নিম্ন অসমে পণ্য পাঠাতে বাড়তি খরচ হচ্ছে ব্যবসায়ীদের। একইভাবে পণ্য আনার ক্ষেত্রেও বাড়তি টাকা খরচ হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের এডিআরএম রাজকুমার মাকোয়ানা বলেন, “ওই পরিষেবা চালু করার জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement