আতঙ্কে মুখ বন্ধ ছেলে, পাড়ার

গৌরীদেবীর এক মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছেলে বছর তেইশের বিজন মাকে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি। পেশায় ছোটচাষি স্বামী বিজন মালিকে বাড়িতে পাওয়া যায়নি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

হিলি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৯ ০৫:৫৫
Share:

প্রতীকী ছবি।

দিল্লি থেকে ফেরার পরেও দু’দিন বাড়ি ফেরেননি। বাড়িতে আসার পরেই আবার নিখোঁজ। তাই রীতিমতো আতঙ্কে রয়েছেন হিলির বালুপাড়ার বাসিন্দা গৌরী মালির পরিবার।

Advertisement

ভয়ে তাঁরা কেউই মুখ খুলতে চাননি। বহির্বাণিজ্যের ট্রাক টার্মিনাসের কাছেই ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে হিলি সীমান্তের বালুপাড়া এলাকার রাস্তার ধরে খানিকটা এগিয়ে গেলে ছোট্ট একতলা পাকা বাড়ি। চারদিকে ঘেরা টিনের ছাউনিতে এখনও ভাঙচুরের চিহ্ন রয়েছে। তাঁর ছেলে বিক্রম মুখ খুলতে চায়নি। পড়শিরাও বাইরের লোক দেখে এড়িয়েছেন। গৌরীর স্বামী বিজন মালিকেও বাড়িতে পাওয়া যায়নি।

গৌরীদেবীর এক মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছেলে বছর তেইশের বিজন মাকে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি। পেশায় ছোটচাষি স্বামী বিজন মালিকে বাড়িতে পাওয়া যায়নি।

Advertisement

তৃণমূল সূত্রেই খবর, হিলি ব্লকের ৫টি অঞ্চল নিয়ে গঠিত একটি জেলাপরিষদ আসনে গত বছরে জয়ী প্রার্থী গৌরী রাজনীতিতে নতুন নন। এর আগের পঞ্চায়েত ভোটেও তিনি হিলি পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের হয়ে লড়েন। তবে জিততে পারেননি। কিন্তু বিপ্লব মিত্রের একান্ত অনুগামী গৌরীকে গত বছর পঞ্চায়েত ভোটে হিলি জেলাপরিষদের তফসিল জাতির আসনে প্রার্থী হতে কোনও সমস্যা হয়নি।

রাজনীতির পাশাপাশি সংসারের হাল ধরতে বছর পঞ্চাশের গৌরীকে বিড়ি বাঁধতে হয়। তবে ইদানীং পুরো রাজনীতিতে মন দিয়েছিলেন। স্বামী পেশায় ছোটচাষি। যুবক ছেলে ব্যবসার দিকে ঝুঁকেছেন। এক মেয়ের কয়েক বছর আগেই বিয়ে দিয়েছেন।

সম্প্রতি বিপ্লবের নির্দেশে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়ে দ্বিতীয়বার ভাবেননি। বিপ্লবের সঙ্গে দিল্লি রওনা হওয়ার পর দিনই তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর হয় বলে অভিযোগ। এ দিন তাঁকে অপহরণের বিষয়টি দলের কেন্দ্রীয় নেতাদেরও দেওয়া হয়েছে বলে বিপ্লব জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন