Abhishek Banerjee

Abhishek Banerjee-Sukanta Majumder: কেন স্বাস্থ্যসাথী কার্ডে রাজ্যে চিকিৎসা না করিয়ে দুবাই যাচ্ছেন অভিষেক, কটাক্ষ সুকান্তের

হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, চিকিৎসার জন্য তাঁর মক্কেল দুবাই যাচ্ছেন। যা নিয়ে প্রশ্ন তোলে ইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৫:১৩
Share:

অভিষেককে কটাক্ষ সুকান্তের। ফাইল চিত্র।

চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতে আপত্তি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।শুক্রবার উত্তরবঙ্গে গিয়েছেন সুকান্ত। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন।আমরা ভেবেছিলাম,স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে চিকিৎসা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’এর পরেই তাঁর কটাক্ষ, ‘‘এতেই বোঝা যায়,পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা ঠিক কেমন!’’

Advertisement

বৃহস্পতিবার আদালতে ইডি প্রশ্ন তোলে, ভারতে এত সেরা চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান থাকতেও কেন অভিষেককে দুবাইয়ে যেতে হচ্ছে? তাদের দাবি, অভিষেক কোন চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন, তা-ও স্পষ্ট করে জানানো হয়নি। এর পাল্টা অভিষেকের আইনজীবী যুক্তি দেন, যে কোনও জায়গায় চিকিৎসা করাতে পারেন কেউ, এতে অসুবিধার কিছু নেই।এই প্রসঙ্গ টেনেই তৃণমূল নেতাকে কটাক্ষ করেন সুকান্ত।

পাশাপাশি, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতার মন্তব্য, ‘‘আমরা ৯০ শতাংশ বুথে প্রার্থী দিয়েছি। সব আসনে প্রার্থী দেওয়া যায়নি। তার কারণ, রাজ্য সরকার চালাকি করছে। সময় দিচ্ছে না।’’ তাঁর সংযোজন, ‘‘ওদের (তৃণমূল) মাঠ, ওদের রেফারি। তাই নিজেদের মতো করেই খেলছেন। জনগণ যদি ভোট দিতে পারে,তা হলে প্রধান বিরোধী দল হিসেবে আমরা লড়াই করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন