প্রসূতির মৃত্যু ক্ষোভ, আগুন

মৃত প্রসূতি কুহেলি বেরার (২২) বাড়ি রায়গঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ায়। প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় শনিবার বিকেলে কুহেলিদেবীকে ওই নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৮:১০
Share:

অগ্নিসংযোগ: জ্বলছে নার্সিংহোমের জিনিস। নিজস্ব চিত্র

ভুল ইঞ্জেকশন দেওয়ায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে উঠল নার্সিংহোম। অভিযুক্ত নার্সদের শাস্তির দাবিতে রবিবার দুপুর তিনটে নাগাদ মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রায়গঞ্জের উকিলপাড়ার ওই নার্সিংহোমে ঢুকে চেয়ার, টেবিল, বেঞ্চ, কম্পিউটর সহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন বলে অভিযোগ। ভাঙচুর হওয়া সামগ্রী নার্সিংহোমের বাইরে এনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ ও দমকল পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Advertisement

রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ‘‘এখনও কোনও তরফে অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’ ওই নার্সিংহোমের কর্ণধার চিকিত্সক নারায়ণচন্দ্র পালের দাবি, মৃতার পরিবারের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভাঙচুর ও আগুন দিয়ে চিকিত্সা পরিষেবাকে বিঘ্নিত করার ঘটনা দুর্ভাগ্যজনক বলে জানান তিনি।

মৃত প্রসূতি কুহেলি বেরার (২২) বাড়ি রায়গঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ায়। প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় শনিবার বিকেলে কুহেলিদেবীকে ওই নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকজন। রাতে চিকিত্সকেরা তাঁকে দেখে নার্সদের প্রয়োজনীয় ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ দেন। সেই মতো ওই রাত থেকে এ দিন সকাল পর্যন্ত কুহেলিকে একাধিক ইঞ্জেকশন দেন নার্সরা। রবিবার বেলা ১১টা নাগাদ কুহেলিদেবীর শারীরিক অবস্থার অবনতি হলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁকে মালদহ মেডিক্যালে রেফার করেন। সেখানে যাওয়ার পথেই গাজলে কুহেলিদেবী মারা যান বলে পরিবারের দাবি। তারপরেই মৃতার পরিবার ও প্রতিবেশীরা নার্সিংহোমে চড়াও হয়ে ভুল ইঞ্জেকশনের জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর করেন।

Advertisement

মৃতার মা কেয়া বর্মন ওই নার্সিংহোমেই আয়ার কাজ করেন। তিনি বলেন, ‘‘নার্সরা আমার মেয়েকে ১৪টি ভুল ইঞ্জেকশন দেন।’’ নার্সিংহোম কর্তৃপক্ষ দ্রুত অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইনের পথে যাবেন বলে জানিয়েছেন তিনি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর পায়েল মণ্ডলেরও দাবি, নার্সরা ভুল ইঞ্জেকশন দেওয়াতেই কুহেলিদেবীর মৃত্যু হয়েছে। ওই নার্সিংহোমে মাঝেমধ্যেই চিকিত্সায় গাফিলতির অভিযোগ ওঠে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন