বিস্ফোরণে মৃত মহিলা

এ দিকে ওই ঘটনার সিআইডি তদন্তের দাবিতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি টাউন মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪২
Share:

প্রতীকী ছবি।

বিস্ফোরণে জখম মহিলার মৃত্যু হল। শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় ব্যবসায়ী শিবু সেনের বাড়িতে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন প্রতিমাদেবী (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে উন্নত চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতাল থেকে কলকাতায় ‘রেফার’ করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই শুক্রবার গভীর রাতে তিনি মারা যান।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, ডিএসপি ধীমান মিত্র, বালুরঘাট থানার আইসি গৌতম রায় বিস্ফোরণস্থলে যান। তিনতলা বাড়ির এক তলায় রান্নাঘরের লাগোয়া ঘরে বিস্ফোরণ হয়েছিল। ওই ঘরে গিয়ে পুলিশ আধিকারিকেরা তল্লাশি চালান। বিস্ফোরণে ভেঙে যাওয়া কাঠের দরজা, পোড়া কাপড়ের টুকরো ও অনান্য নমুনা তাঁরা সংগ্রহ করেন।

এ দিকে ওই ঘটনার সিআইডি তদন্তের দাবিতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি টাউন মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ। তিনি অভিযোগ করেন, রাজ্যের শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই বাড়ির গৃহকর্তার। তাই প্রকৃত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই বাড়িতে প্রচুর বিস্ফোরক মজুত রাখা ছিল বলে অভিযোগ তুলে তিনি সিআইডি তদন্তের দাবি করেন।

Advertisement

প্রতিমার দাদা তাপস চক্রবর্তী বলেন, ‘‘ওই বাড়ির সব গ্যাস সিলিন্ডার ঠিকঠাকই রয়েছে। বিস্ফোরণ কী ভাবে হল তা দেখে জানাতে হবে পুলিশকে।’’

এ নিয়ে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বলেন, ‘‘ওই বাড়ির লোকের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। কোনও দিন ছিলও না। কেউ ব্যক্তিগত ভাবে কারও সঙ্গে আলাপ রাখতেই পারেন। বিজেপি মিথ্যা অভিযোগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।’’

ডিএসপি (সদর) ধীমান মিত্র বলেন, ‘‘ঘটনাস্থল থেকে কিছু নমূনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে। বিস্ফোরণ কী করে হল তার তদন্ত চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন