ধর্ষণের প্রতিশোধে খুন যুবক

‘ধর্ষণের’ প্রতিশোধ নিতেই নির্যাতিতা ও তাঁর স্বামী পড়শি যুবক তাহিরুদ্দিনকে খুন করেন হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। যে মহিলাকে তাহিরুদ্দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ, তিনি এবং তাঁর স্বামী এক সঙ্গে মিলে প্রতিশোধ নিয়েছে বলে পুলিশের অনুমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০১:০৮
Share:

‘ধর্ষণের’ প্রতিশোধ নিতেই নির্যাতিতা ও তাঁর স্বামী পড়শি যুবক তাহিরুদ্দিনকে খুন করেন হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। যে মহিলাকে তাহিরুদ্দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ, তিনি এবং তাঁর স্বামী এক সঙ্গে মিলে প্রতিশোধ নিয়েছে বলে পুলিশের অনুমান।

Advertisement

সোমবার মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার সকালে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিং বলেন ‘‘দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। প্রথমিক তদন্তে মনে হচ্ছে, বধূকে উত্যক্ত করার প্রতিশোধ নিতেই খুনের ঘটনাটি ঘটেছে।’’ এ দিন দুপুরে গোয়ালপোখরের চূড়াকুটি এলাকার বাসিন্দা ওই দম্পতিকে আদালতে তোলা হয়। স্বামীর ৪ দিনের পুলিশ হেফাজত এবং বধূর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বধূর দাবি, প্রায় মাস খানেক আগে পঞ্জাবে কাজের জন্য গিয়েছিলেন তাঁর স্বামী। সেই সময় পড়শি যুবক মহম্মদ তাহিরুদ্দিন (৩০) নানা ভাবে উত্যক্ত করা শুরু করে। তিনি বলেন, ‘‘মাস খানেক আগে এক রাতে ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে চিৎকার করতে পারিনি। বিষয়টি স্বামীকে ফোনে জানিয়ে বাড়ি ফিরে আসতে বলি। গত ১৯ নভেম্বর রাতে ফের ঘরের ভিতরে ঢুকে পড়েছিল তাহিরুদ্দিন। সেই সময় স্বামী ও শিশুপুত্রকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন।’’

Advertisement

পুলিশ তদন্তের পর জানিয়েছে, তাহিরুদ্দিনকে দেখেই তার উপর লাঠি দিয়ে হামলা চালায় মহিলা। ঘুম থেকে জেগে টের পেয়ে টেবিলের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়েই তাহিরুদ্দিনের মাথায় আঘাত করে তার স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয়। খুনের পর দেহটি ঘরের ভিতরেই লুকানোর চেষ্টা করে। মহিলার স্বামীকে পুলিশ গ্রেফতার করে দেহটিও উদ্ধার করে। নিহত যুবক মহিলার দূর সম্পর্কের আত্মীয়। তার স্বামী এদিন জানান, ‘‘স্ত্রীকে অত্যাচার করলে কেন ছাড়ব।’’ ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিং অবশ্য জানান, স্ত্রীকে উত্যক্ত করার বিষয়টি উঠে আসলেও তাকে ধর্ষণের কথা শোনা গিয়েছে। দম্পতির দাবি খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন