বকুলের পরে ধৃত জাকিরও

বকুলের পর এ বার পুলিশের জালে কালিয়াচকের নওদা যদুপুরের অপর এক ত্রাস জাকির শেখ। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও জাকির শেখ দাবি করে বলেন, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০২:৪৪
Share:

বকুলের পর এ বার পুলিশের জালে কালিয়াচকের নওদা যদুপুরের অপর এক ত্রাস জাকির শেখ। মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও জাকির শেখ দাবি করে বলেন, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন, ‘‘বকুল গ্রেফতার হলে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব বলেছিলাম। বকুল গ্রেফতার হওয়ায় আমি আত্মসমর্পণ করলাম।’’ যদিও পুলিশের দাবি, গ্রেফতার করা হয়েছে জাকিরকে। তবে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য কর্তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ ফোনও এসএমএসের উত্তর দেননি। পুলিশ জানিয়েছে, কালিয়াচকের নওদা যদুপুরের কাশিমনগরের বাসিন্দা জাকির শেখ। তিনি নওদা যদুপুরের তৃণমূলের গ্রামপঞ্চায়েত সদস্য। দীর্ঘ দিন ধরে ওই এলাকার অপর গোষ্ঠীর নেতা বকুল শেখের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। দুই গোষ্ঠীর মধ্যে একাধিক বার গুলি, বোমা নিয়ে সংঘর্ষ হয়েছে। অনেকের মৃত্যুও হয়েছে। তবে পুলিশ তাঁদের অনুগামীদের গ্রেফতার করতে পারলেও অধরা ছিল বকুল ও জাকির শেখ। গত, রবিবার কলকাতার পূর্ব যাদবপুর এলাকা থেকে বকুল শেখকে গ্রেফতার করে পুলিশ। আর বকুল গ্রেফতার হওয়ার দু’দিনের মধ্যে গ্রেফতার হল জাকির। পুলিশ জানিয়েছে, জাকিরের বিরুদ্ধেও একাধিক খুন, বোমাবাজি, তোলাবাজি, অপহরণ সহ একাধিক ধারায় মামলা রয়েছে। আজ, বুধবার তাঁকে আদালতে পেশ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন