ছবিতে শিলিগুড়ি কলেজের জয়ী দল। ছবি: বিশ্বরূপ বসাক।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের উদ্যোগে আন্তঃ কলেজ কবাডি প্রতিয়োগিতায় পুরুষ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হল শিলিগুড়ি কলেজ। আগামী ৭ এবং ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইন্ডোর স্টেডিয়ামে খেলা হয়। ৭ অক্টোবর ছিল মহিলা বিভাগের খেলা। ফাইনালে কামাখ্যাগুড়ির শহীদ খুদিরাম কলেজকে হারিয়ে জেতে শিলিগুড়ি কলেজের মেয়েরা। জরি রায়কে মহিলা বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সম্মান দেওয়া হয়। ৯ অক্টোবর পুরুষ বিভাগের ফাইনালে শিলিগুড়ি কলেজ হারায় ময়নাগুড়ি কলেজকে।