ডুয়ার্স তথা নিম্ন অসমের পড়ুয়াদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরব হল ওয়েবকুপা। আজ রবিবার আলিপুরদুয়ার জেলার ১০টি কলেজের অধ্যক্ষ-সহ শিক্ষাবিদরা উপস্থিত থাকবে আলোচনায়। ওয়েকুপার জেলার সভাপতি গোবিন্দ রাজবংশী জানান, শিক্ষবিদ ছাড়াও সাধারণ মানুষও উপস্থিত থাকতে পারেন সভায়। তাঁদের মূল দাবি আলিপুরদুয়ার জেলায় আন্য বিশ্ববিদ্যালয়। থাকবেন তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী প্রমুখ।