এক দিনেই কলেজ ভোট কোচবিহারে

জেলার সব কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন হবে আগামী ২২ জানুয়ারি। রবিবার কোচবিহার জেলাশাসকের দফতরে জেলার সব কলেজের অধ্যক্ষ, মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ পদস্থ কর্তাদের নিয়ে বৈঠকে হয়েছে। জেলার ১২টি কলেজে ওই ভোট গ্রহণের দিন চূড়ান্ত করা হয়েছে বৈঠকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০১:০৬
Share:

জেলার সব কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন হবে আগামী ২২ জানুয়ারি। রবিবার কোচবিহার জেলাশাসকের দফতরে জেলার সব কলেজের অধ্যক্ষ, মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ পদস্থ কর্তাদের নিয়ে বৈঠকে হয়েছে। জেলার ১২টি কলেজে ওই ভোট গ্রহণের দিন চূড়ান্ত করা হয়েছে বৈঠকে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ভোটের জন্য আগামী ৭-৮ জানুয়ারি কলেজগুলি থেকে মনোনয়ন পত্র বিলি করা হবে। তবে অনলাইনে মনোনয়ন পত্র তোলা বা জমা দেওয়ার কোনও ব্যবস্থা থাকছে না। তবে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে শিক্ষার্থীর সচিত্র পরিচত্র আব্যশিক করা হয়েছে। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক চিরঞ্জীব ঘোষ বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এদিন ওই বৈঠক হয়েছে। সেখানে জেলার সবকটি কলেজে ২২ জানুয়ারি ভোট গ্রহণের দিন চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে কলেজগুলিকে ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারির কথা জানিয়ে দেওয়া হয়েছে।’’

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোলমালের আশঙ্কা এড়াতে আগেও জেলার সব কলেজে একদিনে ভোট নেওয়ার নজির রয়েছে। এ বছর আগামী ৩১ জানুয়ারির মধ্যে জেলার সমস্ত কলেজে ছাত্র-ছাত্রী সংসদের ভোট শেষ করতে রাজ্যের উচ্চশিক্ষা দফতর সম্প্রতি জেলা প্রশাসনের কাছে নির্দেশ পাঠিয়েছে। ওই নির্দেশ মেনে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পুরানো ধারা বজায় রাখতে এবার জেলার সমস্ত কলেজে একদিনে ভোট করানর সিদ্ধান্ত নেওয়া হয়।

কোচবিহার এবিএন শীল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ণ রায় বলেন, “আমাদের প্রতিনিধি বৈঠকে গিয়েছিলেন। আমরা ২১ জানুয়ারি সম্ভাব্য নির্বাচনের দিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেটা একদিন পিছিয়ে গিয়েছে সমস্যা হবে না।” দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাধন কর বলেন, “কলেজের ওয়েবসাইটে প্রত্যেক ছাত্র-ছাত্রীর নামের তালিকাও প্রকাশ করতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় সমস্ত কলেজেই ওই পরিকাঠামো রয়েছে।”

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সদর মহকুমার কোচবিহার কলেজ, এবিএন শীল কলেজ, পলিটেকনিক কলেজ, বিটি অ্যান্ড ইভনিং কলেজ, দেওয়ানহাট কলেজ, তুফানগঞ্জ ও বক্সিরহাট কলেজ, দিনহাটা কলেজ, মাথাভাঙা কলেজ, শীতলখুচি কলেজ, মেখলিগঞ্জ ও হলদিবাড়ি মিলিয়ে মোট ১২টি কলেজে ওই দিন ভোট নেওয়া হবে। ঠাকুর পঞ্চানন মহিলা বিদ্যালয়ে সংসদের নির্বাচন হয় না। ফি বছর আলোচনার ভিত্তিতে সেখানে ছাত্রী প্রতিনিধি মনোনীত করা হয়। এবারেও তা বজায় থাকবে।

তবে ওই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথাও বৈঠকে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করার পাশাপাশি প্রয়োজনে ১৪৪ ধারা জারির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কোচবিহারের বিটি অ্যান্ড ইভনিং কলেজে টিএমসিপির দুই গোষ্ঠীর কয়েকদফা গোলমালের ঘটনার জেরে পুলিশের একাংশের উদ্বেগ বেড়েছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।”

২০টি নতুন বাস। জওহরলাল নেহেরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশনের অন্তর্গত ২০টি অত্যাধুনিক নতুন বাস পেতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের মালবাজার ডিপো। আজ, সোমবার মালবাজার ডিপোয় ওই বাস পরিষেবার সূচনা করবেন সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। জলপাইগুড়ি শহরের সঙ্গে মালবাজারের যোগাযোগ আরও উন্নত করতে প্রতি ৩০মিনিটে একটি করে বাস চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন