এনসিসি-র পোশাকের উপরে গেরুয়া ব্যাজ, বিতর্ক

বিশ্বহিন্দু পরিষদের শিলিগুড়ির সভায় তাঁদের দেওয়া গেরুয়া ফিতে এনসিসি-র ক্যাডারদের গলায় লাগিয়ে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের মাঠে বিশ্বহিন্দু পরিষদের জেলা সম্মেলন হয়। সেখানে এনসিসি-র পোশাক পরিহিত একদল তরুণ কী করে দায়িত্বে থাকা অবস্থায় বিশ্বহিন্দু পরিষদের গেরুয়া ব্যাজ পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১১
Share:

বিশ্বহিন্দু পরিষদের সভায় নিরাপত্তার দায়িত্বে থাকা এনসিসি ক্যাডাররা।—নিজস্ব চিত্র।

বিশ্বহিন্দু পরিষদের শিলিগুড়ির সভায় তাঁদের দেওয়া গেরুয়া ফিতে এনসিসি-র ক্যাডারদের গলায় লাগিয়ে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের মাঠে বিশ্বহিন্দু পরিষদের জেলা সম্মেলন হয়। সেখানে এনসিসি-র পোশাক পরিহিত একদল তরুণ কী করে দায়িত্বে থাকা অবস্থায় বিশ্বহিন্দু পরিষদের গেরুয়া ব্যাজ পড়লেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বহিন্দু পরিষদের উত্তরবঙ্গদের দায়িত্বে থাকা গৌতম সরকার বলেন, “এনসিসি- র কাউকে এখানে ডাকা হয়নি। তাদের নিজস্ব কোনও কর্মসূচি ছিল কি না জানা নেই। আমাদের সভাস্থলে তাঁরা ঘোরাফেরা করছেন দেখে আমরাই তাঁদের কাছে জনতে চাই কেন তারা এখানে রয়েছে। তা ছাড়া প্রচুর ফিতে বা ব্যাজ এবং লিফলেট বাড়তি ছিল। তাঁরা সেগুলি পরে ঘুরছিলেন।”

Advertisement

এনসিসি-র দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, কর্তব্যরত অবস্থায় এনসিসি ক্যাডারদের অন্য কোনও কিছু পরা উচিত নয়। কারা সেখানে ছিলেন এবং কারা ফিতে বা ব্যাজ পড়েছিলেন তা খোঁঝ নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বিষয়টি শুনেছেন। তিনি বলেন, “এটা হতে পারে না। খোঁজ নিয়ে দেখছি।”

জলপাইগুড়িতে সিপিএমের জেলা সম্মেলনে এনসিসি’রপ স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়েছিল। ওই স্বেচ্ছাসেবকরা উর্দি পড়ার পাশাপাশি সিপিএমের তরফে দেওয়া লাল বিঢ়েষ পোশাক গায়ে দেওয়ায় তা নিয়ে বিতর্ক দেখা দেয়। সভায় বিমন বসু, সূর্যকান্ত মিশ্র-সহ অন্যান্য নেতারা ছিলেন। সে কারণেও এ ব্যাপারে বিব্রত হন সিপিএম নেতৃত্ব। এ দিন বিশ্বহিন্দু পরিষদের সভায় একই ভাবে তাদের দেওয়া ব্যাজ বা ফিতে গলায় লাগানো নিয়ে তাই ফের প্রশ্ন উঠেছে এনসিসি ক্যাডারদের একাংশের বিরুদ্ধে।

Advertisement

সীমান্তে গরু পাচার রুখতে কেন্দ্রের কাছে ‘টাস্ক ফোর্স’ গঠনের দাবি তুলেছে বিশ্বহিন্দু পরিষদ। কেন্দ্রের কাছে সেই প্রস্তাবও তারা দিয়েছেন। এ দিন শিলিগুড়িতে বিশ্বহিন্দু পরিষদের শিলিগুড়ি জেলা সম্মেলনে যোগ দিয়ে এ রথা জানান, সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি হুকুমচাঁদ সাবলা। তাঁরা আশাবাদী কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে উদ্যোগী হবে। হুকুমচাঁদ সাবলা বলেন, “পুলিশ এবং সেনা বাহিনীকে নিয়ে ওই টাস্ক ফোর্স গড়ার প্রস্তাব রাখা হয়েছে। সীমান্ত পথে গরুর চোরাচালান যাতে কোনও ভাবেই না হয় তা ঠেকাতে তারা তত্‌পর হবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন