চতুর্থ শ্রেণির এক অস্থায়ী কর্মীকে চড় মারার অভিযোগ উঠলো কর্তব্যরত এক নার্সের বিরুদ্ধে। অভিযুক্ত নার্সের শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে। এদিন সকাল থেকেই বিক্ষোভ ও হট্টগোলের জেরে চরম বিপাকে পড়তে হয় প্রসূতি বিভাগের রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানান রোগীর আত্মীয় পরিজনেরাও। পরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার জ্যোতিষচন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি বলেন, ‘‘সামান্য গোলমাল হয়েছিল। পরে কর্মীরাও কাজে যোগ দেন।’’