ক্ষোভ শংসাপত্রে

পঠন পাঠন শুরু হওয়া পাঁচ বছর কেটে গেলেও এখনও কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হল মালদহের গনিখান চৌধুরী কারিগরি কলেজ। যার ফলে পড়াশুনার পর শংসাপত্র পাচ্ছেন না ওই কলেজের পড়ুয়ারা। শংসাপত্রের দাবিতে বুধবার দুপুরে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কলেজের শতাধিক পড়ুয়া। পরে তাঁরা মালদহের অতিরিক্ত জেলা শাসকের কাছে দ্রুত শংসাপত্রের দাবিতে স্মারকলিপিও দেন। মালদহের অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল বলেন, দাবি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Advertisement
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৪:১৩
Share:

পঠন পাঠন শুরু হওয়া পাঁচ বছর কেটে গেলেও এখনও কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হল মালদহের গনিখান চৌধুরী কারিগরি কলেজ। যার ফলে পড়াশুনার পর শংসাপত্র পাচ্ছেন না ওই কলেজের পড়ুয়ারা। শংসাপত্রের দাবিতে বুধবার দুপুরে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কলেজের শতাধিক পড়ুয়া। পরে তাঁরা মালদহের অতিরিক্ত জেলা শাসকের কাছে দ্রুত শংসাপত্রের দাবিতে স্মারকলিপিও দেন। মালদহের অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল বলেন, দাবি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement