কড়া নজরদারি, শান্তিতে পরীক্ষা নগেন্দ্রনাথে

শুক্রবার শান্তিতেই মিটল নগেন্দ্রনাথ হাইস্কুলের পরীক্ষা পর্ব। মোতায়েন ছিল বাড়তি পুলিশ। ছিল ভিডিও ক্যামেরাম্যানও। ছাত্রদের টোকাটুকির কোনও সুযোগই দেওয়া হয়নি এ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৯
Share:

শুক্রবার শান্তিতেই মিটল নগেন্দ্রনাথ হাইস্কুলের পরীক্ষা পর্ব। মোতায়েন ছিল বাড়তি পুলিশ। ছিল ভিডিও ক্যামেরাম্যানও। ছাত্রদের টোকাটুকির কোনও সুযোগই দেওয়া হয়নি এ দিন। জেলাস্কুল পরিদর্শক এখন বেলাকোবা হাইস্কুলের প্রধানশিক্ষকের জবাবি চিঠির অপেক্ষায়। গত বুধবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিন নগেন্দ্রনাথ হাইস্কুলের শিক্ষকদের ধাক্কাধাক্কি করে, দরজা জানালা, চেয়ার এবং বাথরুমের বেসিন ভাঙচুর করে আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ ওঠে বেলাকোবা হাইস্কুলের ছাত্রদের বিরুদ্ধে। তারপর অবাধে টোকাটুকি চলে। একজন শিক্ষক ধাক্কাধাক্কিতে পরে গিয়ে জখম হন।

Advertisement

একদল মাধ্যমিক পরীক্ষার্থীর এ ধরনের আচরণের বিরুদ্ধে সোচ্চার হন বেলাকোবার বাসিন্দারা। শিক্ষামন্ত্রী ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে বেলাকোবা হাইস্কুলের প্রধানশিক্ষকের কাছে অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করে তাদের তালিকা চেয়ে পাঠানো হয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বাড়তি পুলিশ দেওয়ার অনুরোধ করা হয়। বৃহস্পতিবার কোনও পরীক্ষা ছিল না। শুক্রবার ছিল ইতিহাস পরীক্ষা। নগেন্দ্রনাথ স্কুলে এ দিন অতিরিক্ত পুলিশ দেওয়া হয়। বাইরে পুলিশের মোবাইল ভ্যান সারাক্ষণ ঘোরাঘুরি করেছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি আশিস রায় স্কুল পরিদর্শনে যান। ভিডিও ক্যামেরাম্যান পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি তুলে রাখেন। মুদিপাড়া নগেন্দ্রনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক বরেন্দ্রনাথ রায় বলেন, “ছাত্রদের আচরণ আজ স্বাভাবিক ছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement