কর্মিসভায় সুগত বসুর পদত্যাগ দাবি বিমানের

মেন্টর হিসাবে সুগত বসু জানিয়েছিলেন শিক্ষা ক্ষেত্রে রাজনীতিকদের থাকা উচিত নয়। অথচ সুগতবাবু প্রার্থী হওয়ায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। প্রেসিডেন্সি কলেজের মেন্টর পদ থেকে তাঁর পদত্যাগের দাবিও করেছেন। শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আরএসপি প্রার্থী বিমল সরকারের সমর্থনে নাট্যমন্দির মঞ্চে কর্মিসভা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৪ ০১:২৫
Share:

বালুরঘাটে বিমান বসু। শনিবার তোলা নিজস্ব চিত্র।

মেন্টর হিসাবে সুগত বসু জানিয়েছিলেন শিক্ষা ক্ষেত্রে রাজনীতিকদের থাকা উচিত নয়। অথচ সুগতবাবু প্রার্থী হওয়ায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। প্রেসিডেন্সি কলেজের মেন্টর পদ থেকে তাঁর পদত্যাগের দাবিও করেছেন। শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আরএসপি প্রার্থী বিমল সরকারের সমর্থনে নাট্যমন্দির মঞ্চে কর্মিসভা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান। বিমানবাবু বলেন, “সুগতবাবু বলেছেন শিক্ষক্ষেত্রে রাজনৈতিক নেতাদের যুক্ত থাকা উচিত নয়। অথচ তিনি নিজেই শিক্ষা ক্ষেত্রে থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন। মুখে তিনি এক রকম বলছেন। কাজে অন্য রকম। তিনি দ্বিচারিতা করছেন। মেন্টর গ্রুপ থেকে তাঁর পদত্যাগ করা উচিত।”

Advertisement

অন্য দিকে প্রচারে যে সব কর্মীরা মনযোগী নন তাঁদের সতর্ক করে পরিশ্রম করতে পরামর্শ দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বালুরঘাট লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় আগামী ২৪ এপ্রিল ভোট। বিমানবাবু বলেন, ‘‘প্রচারের আর মাত্র ২২ দিনের মতো বাকি। হাতে সময় নেই। এখনও অনেক কর্মী সেভাবে প্রচারে নামেননি। তাঁরা পরিশ্রম করছেন না, গা ঘামাচ্ছেন না। অনেকে হয়তো মনে করছেন এখানে তো অনেক প্রার্থী আছেন। বিবিন্ন প্রার্থীদের ভোট কাটাকুটি হবে। আমাদের বাম প্রার্থী জিতে যাবেন। ওই ধারণা ত্যাগ করুণ। সতর্ক হন। মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।”

বিমানবাবু বক্তব্য, গত ২০১১ সালে যে মানুষ তাদের ত্যাগ করেছিল তাঁরা লক্ষ রাখছেন, বামেদের পরিবর্তন হয়েছে কি না? ধমক দিয়ে কথা বলার পুরনো অভ্যাস ছিল কারও। বুথ এলাকা ও পাড়ায় সকলের সঙ্গে ভালভাবে কথা বলতে হবে। নমনীয়তা দেখাতে তো টাকা-পয়সা লাগে না। এটা করতে হবে।

Advertisement

২০০৯ সালে বালুরঘাট লোকসভা ভোটে আরএসপি প্রার্থী মাত্র ৫ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হন। এরপর উত্তরবঙ্গের বামদুর্গ বলে পরিচিত দক্ষিণ দিনাজপুরে ২০১১ সালে বিধানসভা থেকে একের পর এক পঞ্চায়েত ও পুরভোটে বামেদের বিপর্যয় ঘটে। কর্তৃত্বের দখল নেয় তৃণমূল। বিমানবাবুর অভিযোগ, সমস্ত ব্লকে আইটিআই সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার কথা বলছে তৃণমূল। কই দক্ষিণ দিনাজপুরের ৮টি ব্লকে আইটিআই, বালুরঘাট এবং গঙ্গারামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে? কর্মীরা উত্তর দেন, সে সব কিছু হয়নি বলে। এ দিন বালুরঘাট ও তপন থেকে আরএসপি, সিপিএম এবং সিপিআই কর্মীরা উপস্থিত ছিলেন কর্মিসভায়। প্রাক্তনমন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, শ্রীকুমার মুখোপাধ্যায় বক্তব্য রাখেন।

এ দিন ফরওয়ার্ড ব্লকের অনুপস্থিতি নিয়ে জেলা বামফ্রন্টে পুরনো অনৈক্যের ছবিটা ফের সামনে এসেছে। কর্মিসভার আগে এদিন দুপুরে বালুরঘাটে সিপিএমের জেলা কার্যালয়ে বামফ্রন্টের সভা হয়। সেখানে ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব কেউ উপস্থিত ছিলেন না। বিমানবাবু বলেন, “নির্বাচনী সংগঠনের মিটিং হয়েছে। যারা সরাসরি দায়িত্বে আছেন, তাঁরাই ওই বৈঠকে উপস্থিত ছিলেন।” এই বলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। জেলা বামফ্রন্টের আহবায়ক মানবেশ চৌধুরী দাবি করেন, কর্মিসভায় ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি হাজির ছিলেন। ফবর জেলা সম্পাদক স্বপন তরফদার বলেন, “এদিনের জেলা বামফ্রন্টের কর্মীসভা কিংবা বৈঠকের কোনও চিঠি আমরা পাইনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement