খাবারের দেকানে তাণ্ডব শিলিগুড়িতে

খাবারের মান খারাপ বলে অভিযোগ তুলে স্টেশন চত্বরে আইআরসিটিসি-র ফুড প্লাজায় লুঠ চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সোমবার দুপুর ২ টো নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে। খাবার দাবার লণ্ডভণ্ড করার পাশাপাশি বেশ কিছু খাদ্য সামগ্রী লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৪ ০২:৫২
Share:

খাবারের মান খারাপ বলে অভিযোগ তুলে স্টেশন চত্বরে আইআরসিটিসি-র ফুড প্লাজায় লুঠ চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সোমবার দুপুর ২ টো নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে। খাবার দাবার লণ্ডভণ্ড করার পাশাপাশি বেশ কিছু খাদ্য সামগ্রী লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ করা না হলেও নিউ জলপাইগুড়ি জিআরপি এবং স্টেশন ম্যানেজারকে জানানো হয়েছে বলে আইআরসিটিসির তরফে জানানো হয়। আইআরসিটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, “খাবারের মান নিয়ে অভিযোগ করলেও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বেশিরভাগ খাবারই নিয়ে গিয়েছেন। ফুড প্লাজায় রাখা প্রচুর প্যাটিস, ঠান্ডা পানীয়ের কয়েকটি ট্রে লুঠ করে নিয়ে গিয়েছে। বাধা দিলেও শোনেননি।” ফুড প্লাজার দায়িত্বে থাকা শঙ্কর নাগ বলেন, “এক হাজার লোকের খাবার তো ট্রেন এলে তার পর বানিয়ে প্যাকেট করা সম্ভব নয়। প্রায় চার থেকে পাঁচ হাজার রুটি, সবজি, ডাল আগের দিন রাত থেকে তৈরি হচ্ছে। প্রথম দিকের প্যাকেটে গরমের কারণে সামান্য সমস্যা হতে পারে। কিন্তু কয়েকজন এই অভিযোগ করলেও অধিকাংশ লোক খেয়েছেন।” নিউ জলপাইগুড়ির জিআরপির ওসি কোকিল রায় বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। অবস্থা নিয়ন্ত্রণে। তবে লিখিত অভিযোগ করা হয়নি।”

Advertisement

পুলিশ সূত্রের খবর, এদিন বিশেষ নির্বাচনী একটি ট্রেন অসমের ডিমাপুর থেকে ফারাক্কা যাচ্ছিল। দুপুর একটায় এনজেপিতে দুপুরের খাবার নেওয়ার কথা। সেইমত পাঁচটি করে রুটি, ডাল, সবজি, কলা ও মিস্টি দেওয়া হয়েছিল। কয়েকজন বাসি রুটি ও খারাপ ডাল দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement