কলেজের এক ছাত্রকে ধারাল অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠল বহিরাগত একদল যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর কলেজ সংলগ্ন কলেজ মাঠ এলাকাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এ দিন দুপুরে ইসলামপুর কলেজ সংলগ্ন কলেজ মাঠ এলাকাতেই কলেজের ছাত্র ও এলাকার বহিরাগত ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কলেজের এক ছাত্র বিক্রম বিশ্বাসকে অস্ত্র দিয়ে আঘাত করে বহিরাগত এক যুবক। ঘটনার খবর পেয়ে কলেজের ছাত্ররা ছুটে এলে পালিয়ে যায় তারা। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়।