ছেলেধরা সন্দেহে হেনস্থা

ছেলেধরা সন্দেহের শিকার হয়ে এক মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি টাউন স্টেশনে। এক ষাটোর্ধ্ব মহিলা দুটি বাচ্চা ছেলে মেয়েকে গরুবাথানের বোর্ডিং স্কুলে রাখতে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলেন। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তাঁদের বাড়ি।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০২:০৩
Share:

ছেলেধরা সন্দেহের শিকার হয়ে এক মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি টাউন স্টেশনে। এক ষাটোর্ধ্ব মহিলা দুটি বাচ্চা ছেলে মেয়েকে গরুবাথানের বোর্ডিং স্কুলে রাখতে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলেন। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তাঁদের বাড়ি। রবিবার স্কুলের পোশাকে থাকায় স্থানীয়দের মধ্যে ধারণা হয় বাচ্চাদুটিকে পাচার করা হচ্ছে। পুলিশকে কিছু না জানিয়ে ওই মহিলাকে পাকড়াও করে জনতা। আশপাশে হইচই পড়ে যায়। খবর পেয়ে টাউন স্টেশন জিআরপি এসে মহিলাকে উদ্ধার করতে গেলে ক্ষিপ্ত জনতা বাধা দেয়। পুলিশে জোর করেই মহিলা ও বাচ্চাদুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বাচ্চাদের মাকে ডাকা হলে তিনি গিয়ে জানান, তাঁরই বাচ্চা। তাঁর নির্দেশেই ট্রেনে ডামডিমে নেমে গরুবাথান নিয়ে যাচ্ছিলেন ওই প্রৌঢ়া। তারপরেই ছেড়ে দেওয়া হয় তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement