টোল আদায় নিয়ে সমস্যা এখনও মেটেনি

নৌকাঘাটে টোল আদায় নিয়ে বৃহস্পতিবারেও বিভ্রান্তি চলল। এ দিন সকালের পর থেকে কোনও ছোট গাড়ির থেকে টোল আদায় করেননি কর্মীরা। তবে পণ্যবাহী গাড়ি, ট্রাক এবং যাত্রীবাহী বাসের থেকে টোল আদায় করা হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৫ ০৩:১০
Share:

নৌকাঘাটে টোল আদায় নিয়ে বৃহস্পতিবারেও বিভ্রান্তি চলল। এ দিন সকালের পর থেকে কোনও ছোট গাড়ির থেকে টোল আদায় করেননি কর্মীরা। তবে পণ্যবাহী গাড়ি, ট্রাক এবং যাত্রীবাহী বাসের থেকে টোল আদায় করা হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। গত মঙ্গল এবং বুধবার দিনভর বিধি ভেঙে ছোটগাড়ির থেকে একবার যাওয়ার জন্যও ১০ টাকা করে টোল আদায় করা হয়েছিল বলে অভিযোগ। এসজেডিএ-এর তরফেই নৌকাঘাটে টোল গেট বসানো হয়েছে। এসজেডিএ-এর সিদ্ধান্ত অনুযায়ী একবার যাতায়াতের জন্য ছোট গাড়ি পিছু ৫ টাকা করে টোল দিতে হবে। যদিও, টোল আদায়ে এসজেডিএ-এর লাইসেন্স প্রাপ্ত সংস্থাটি সেই সিদ্ধান্তের পরোয়া না করে একবার যাওয়ার জন্যও ১০ টাকা করে আদায় করছিল বলে অভিযোগ। একই কুপনে আসা এবং যাওয়ার জন্য পৃথক ভাবে ৫ টাকা করে ছাপিয়ে জোর করে চালকদের থেকে ১০ টাকা আদায়ের অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন এসজেডিএ-এর সদস্যরাও। যদিও, বৃহস্পতিবার দেখা যায় ছোট গাড়ির থেকে টোল আদায় বন্ধ রেখেছেন কর্মীরা। এই ঘটনায়, একাংশ বাসিন্দা প্রশ্ন তুলেছেন, তবে কী ছোট গাড়ি থেকে টোল আদায় বন্ধ হয়ে গেল?

Advertisement

যদিও, এসজেডিএ-এর তরফে জানানো হয়েছে, ৫ টাকার পৃথক কুপন ছাপিয়ে নিয়ম মেনে টোল আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসজেডিএর সহকারী নির্বাহী আধিকারিক অশ্বিনী রায় বলেন, “নিয়ম মেনে ছোট গাড়ির থেকে একবার যাওয়ার জন্য ৫ টাকা টোল আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।” দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে দাবি করা হয়েছে, কুপন কম থাকায় বুধবার সমস্যা হয়েছিল। পর্যাপ্ত কুপন চলে এলে নিয়ম মেনেই টোল আদায় করা হবে। সংস্থার তরফে সিইও অমিতাভ চক্রবর্তী বলেন, “কুপন সমস্যার জন্য কিছু বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। নিয়ম মেনেই টোল আদায় করা হবে। তবে নৌকাঘাটে টোল আদালের জন্য পর্যাপ্ত পরিকাঠামো প্রয়োজন। সেটি এসজেডিএকে জানিয়েছি।” সংস্থার দাবি, পরিকাঠামো ছাড়া টোল আদায় সমস্যা হয়।

ক্ষুব্ধ বিএসএনএল গ্রাহকরা। গত দু’দিন ধরে বিএসএনএল পরিষেবা ব্যাহত হওয়ায় নাকাল হলেন গ্রাহকেরা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলায় বিএসএনএল লাইনে দিনভর সমস্যা হয়। বারবার ফোন কেটে যায়। সমস্যা হয় ব্রডব্যান্ড পরিষেবাতেও। ঘটনার কথা স্বীকার করেছেন বিএসএনএলের এজিএম সুব্রত ঈশ্বরারী। তিনি বলেন, “ইস্টার্ন জোনে নানা রকম টেকনিকাল সমস্যা হয়েছে। তাছাড়া শিলিগুড়ি ও মালদহের মাঝে কেব্ল কাটা হয়েছে। তার জেরে পরিষেবা ব্যাহত হয়। শীঘ্র তা ঠিক করে দেওয়া হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement