মহকুমা শাসকের নির্দেশে কলেজের সামনে চায়ের দোকানে চলা মদের ঠেক বন্ধ করল পুলিশ। মালদহে হরিশ্চন্দ্রপুর কলেজের সামনে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। তালাবন্ধ ওই দোকানে হানা দিয়ে ১৩ টি মদের বোতল উদ্ধার করে দোকানটি সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে এদিন দুপুরে সেখানে উত্তেজনা ছড়ায়। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি বলে। পুলিশ জানিয়েছে, দু’জনের নাম জানা গিয়েছে। তাদের খোঁজ চলছে।