দক্ষিণ দিনাজপুরে একাই প্রচারে ফব

লোকসভা ভোটের মুখে দক্ষিণ দিনাজপুরে বাম শরিক ফরওয়ার্ড ব্লক একলাই প্রচারে নামবে বলে ঘোষণা করল। শনিবার গঙ্গারামপুরে জেলা কর্মী কনভেনশনের পর দলের রাজ্য কমিটির সদস্য নরেন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দলের জেলা সম্পাদক স্বপন তরফদার। তাঁর অভিযোগ, “দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্টে ফব-র কার্যত কোনও অস্তিত্ব স্বীকার করা হয় না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৪ ০১:৪৪
Share:

লোকসভা ভোটের মুখে দক্ষিণ দিনাজপুরে বাম শরিক ফরওয়ার্ড ব্লক একলাই প্রচারে নামবে বলে ঘোষণা করল। শনিবার গঙ্গারামপুরে জেলা কর্মী কনভেনশনের পর দলের রাজ্য কমিটির সদস্য নরেন চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে ওই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দলের জেলা সম্পাদক স্বপন তরফদার। তাঁর অভিযোগ, “দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্টে ফব-র কার্যত কোনও অস্তিত্ব স্বীকার করা হয় না। কোনও বৈঠকেও ডাকা হয় না। তাই এই কেন্দ্রে শরিক আরএসপি-র প্রার্থীর হয়ে ফ্রটগত ভাবে নয়, আমরা একক ভাবেই ভোট প্রচার থেকে নির্বাচনী কর্মসূচি পরিচালনা করব।” স্বপনবাবু জানান, রাজ্য কমিটিকে এ দিনের সিদ্ধান্ত জানানো হয়েছে। নরেনবাবু বলেন, “রাজ্যে ফব ফ্রন্ট কমিটিতে থাকলেও দক্ষিণ দিনাজপুরের পরিস্থিতি ভিন্ন। এখানে দল নিজের মত করে বামপ্রার্থীর হয়ে প্রচার করবে।” জেলা বামফ্রন্টের আহবায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক মানবেশ চৌধুরীর বক্তব্য, “ফব আমাদের সঙ্গেই আছে। ওদের নেতৃত্ব কী সিদ্ধান্ত নিয়েছেন, তা জানা নেই।”

Advertisement

ফ্রন্ট সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরে ফব-র জেলা নেতৃত্ব তথা সম্পাদক স্বপনবাবুর জেলা বামফ্রন্টের বৈঠকে যোগ দেওয়া নিয়ে ওই দুই প্রধান শরিক দলের প্রবল আপত্তি। বাম সূত্রের খবর, স্বপনবাবু একসময় আরএসপি করতেন

পরবর্তীতে দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে আরএসপি থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি ফরওয়ার্ড ব্লকে যোগ দিয়ে সংগঠন গড়ে তোলেন। তা নিয়েই সমস্যা দেখা দেয়। সম্প্রতি ফব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষ জেলাফ্রন্টের আহবায়ককে চিঠি দিয়ে বিবাদ মিটিয়ে জেলায় শরিকি ঐক্য গড়ে তুলতে অনুরোধ করেন। কিন্তু গত মাসেও লোকসভা ভোট উপলক্ষে আয়োজিত বালুরঘাটের কর্মিসভায় রাজ্য ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বৈঠকে ফব নেতৃত্বকে ডাকা হয়নি বলে অভিযোগ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন