শিলিগুড়ির লাগায়ো দাগাপুরের একটি বেসরকারি কলেজের কর্মীর খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে মাটিগা়ড়া পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে অসমের ধুবুরি জেলার গৌরীপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুচিন্তম দে। মাটিগাড়ার মেডিক্যাল মোড় এলাকায় তার বাড়ি। ওই খুনের ঘটনায় সুচিন্তম প্রধান অভিযুক্ত। একটি গাড়ির শোরুমের কর্মী ওই যুবক ঘটনার পর পালিয়ে গৌরীপুরে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল। শিলিগুড়ি পুলিশের ডেপুটি কমিশনার (পশ্চিম) শ্যাম সিংহ জানান, ধৃতকে শিলিগুড়িতে আনা হয়েছে। আজ, বুধবার তাকে আদালতে তোলা হবে। ১ সেপ্টেম্বর ওই কলেজের এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন কলেজেরই এক ছাত্রী। ওই কর্মীকে কলেজের মধ্যেই মারধরে অভিযুক্ত ছিল ছাত্রীর পরিজন ওই যুবক।