নেশা করে অসুস্থ ছাত্র

কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে নেশা করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কলেজেরই ছাত্র প্রতিনিধি। শনিবার রাত সওয়া দশটা নাগাদ শিলিগুড়ি কমার্স কলেজের মাঠে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র তথা টিএমসিপির হয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বিষ্ণু ঠাকুরকে।

Advertisement
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ০২:৩০
Share:

কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে নেশা করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কলেজেরই ছাত্র প্রতিনিধি। শনিবার রাত সওয়া দশটা নাগাদ শিলিগুড়ি কমার্স কলেজের মাঠে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র তথা টিএমসিপির হয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধি বিষ্ণু ঠাকুরকে। পরিচিতেরা তাঁকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি গুরুতর হওয়ায় রাত এগারোটা তাঁকে খালপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। এক চিকিৎসক জানান, প্রচুর মদ্যপান ও অন্য নানা নেশার জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ দিন কলেজের সোশ্যাল ঘিরে ছাত্রছাত্রীদের একাংশ কলেজের ভেতর মদ্যপানের আসর বসান বলে অভিযোগ। পড়ুয়াদেরই একাংশ জানান, তাঁদের কয়েক জন এত মদ্যপান করেন যে, অসুস্থ হয়ে পড়েন। বিষ্ণুও তাঁদের মধ্যে ছিলেন। অনুষ্ঠানের পরে তাঁকে ফেলেই বাকিরা চলে যান। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মিথিলেশ শাহকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কিছু বলতে চাননি। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, ‘‘এ বিষয়ে কেউ কিছু জানায়নি। তা ছাড়া কলেজের মধ্যে কে মদ্যপান করল, তার জন্য সংগঠনকে দায়ী করা যায় না। খোঁজ নিচ্ছি।’’ কলেজের অধ্যক্ষ অসীম মুখোপাধ্যায়ও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘অনুষ্ঠান ঘিরে পড়ুয়ারা যে ধরনের আচরণ শুরু করেছে, তা কখনওই কাম্য নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement