ছবি: হিমাংশু রঞ্জন দেব।
ফের নৈশ ফুটবলের আসর বসল কোচবিহারে। বুধবার শহরের এমজেএন স্টেডিয়ামে হরিভূষণ ঘোষ স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব ও দিশা স্পোর্টিং মুখোমুখি হয়। ঘোষপাড়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় ওই প্রতিযোগিতা পাঁচদিন ধরে চলবে। ওই ক্লাবের সম্পাদক সমীর ঘোষ জানান, কলকাতার এরিয়ান্স ক্লাব সহ ছয়টি দল খেলায় অংশ নিচ্ছে। অন্য পাঁচটি ক্লাব হল হুগলির সিঙ্গুর ক্লাব, কাঞ্চনজঙ্ঘা ফুটবল টিম, বেলাকোবা যুব শক্তি, কোচবিহার পুরসভা রিক্রিয়েশন ক্লাব এবং দিশা স্পোর্টিং ক্লাব। আগামী ৮ নভেম্বর ফাইনাল খেলা হবে। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ।