পুর-চেয়ারম্যানের সামনেই ব্যবসায়ীকে হেনস্থা তৃণমূল কর্মীর, বন্ধ ধূপগুড়িতে

তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে দোকানের এক কর্মচারীকে হেনস্থা করার অভিযোগ উঠল এক দলীয় কর্মীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটে ধূপগুড়ি বাজারে। ঘটনার প্রতিবাদে বাজারের একাংশের দোকান বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সন্ধ্যায় তৃণমূল নেতৃত্ব তাঁদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে অভিযুক্ত তৃণমূল কর্মী দোকানের কর্মচারীর কাছে ভুল স্বীকার করে নেন বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৭
Share:

তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে দোকানের এক কর্মচারীকে হেনস্থা করার অভিযোগ উঠল এক দলীয় কর্মীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটে ধূপগুড়ি বাজারে। ঘটনার প্রতিবাদে বাজারের একাংশের দোকান বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সন্ধ্যায় তৃণমূল নেতৃত্ব তাঁদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে অভিযুক্ত তৃণমূল কর্মী দোকানের কর্মচারীর কাছে ভুল স্বীকার করে নেন বলে জানা গিয়েছে।

Advertisement

ধূপগুড়ি চেম্বার অব কমার্সের সম্পাদক হিমাদ্রী সাহা বলেন, “ভাইস চেয়ারম্যান একজনের অভিযোগ পেয়ে দোকানে খোঁজ নিতে যান। তিনি সমস্যা মিটিয়ে ফিরে যাওয়ার সময় এক তৃণমূল কর্মী দোকানের কর্মীকে ধাক্কাধাক্কি করেন। বিষয়টি আলোচনায় বসে মিটেছে। তৃণমূল কর্মী ভুল স্বীকার করেছেন।” পুরসভার ভাইস চেয়ারম্যান অরূপ দে বলেন, “ঘটনাটি অনভিপ্রেত এবং দুঃখজনক। দলীয় কর্মী ভুল স্বীকার করেছেন।”

ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক যুবক বাজারের চুড়ি পট্টিতে একটি পোশাকের দোকানে জামা কিনতে যান। অভিযোগ দাম শুনে তিনি ফিরে যেতে গেলে দোকানের কর্মচারী জানতে চান, সাত সকালে কিছু না কিনে শুধু দাম করে চলে যাচ্ছেন কেন। তার থেকেই বচসা শুরু হয় বলে জানা গিয়েছে। ওই যুবক তৃণমূল অফিসে ফিরে নালিশ জানালে সেটা শুনে তাঁকে নিয়ে ভাইস চেয়ারম্যান দোকানে যান বলে জানা গিয়েছে। তিনি কর্মচারীর সঙ্গে কথা বলে ফিরে যাওয়ার সময় হরি দাস নামে দলের এক কর্মী ওই দোকান কর্মীর জামার কলার চেপে ধরেন বলে অভিযোগ। ওই ঘটনা নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলে ক্ষোভের সৃষ্টি হয় তাঁরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানাতে থাকেন।

Advertisement

যদিও লাঞ্ছিত দোকান কর্মী বিকাশ দাস বলেন, “ভাইস চেয়ারম্যান সব শুনে চলে যান, এর পরেই একজন আমার জামার কলার ধরে।” ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়লে বাজারে যান স্থানীয় তৃণমূল নেতা গুড্ডু সিংহ। ব্যবসায়ীরা তাঁকে ঘিরে ক্ষোভের কথা জানান। গুড্ডুবাবু বলেন, “ঘটনাটি ভাল লাগেনি। তাই আলোচনায় বসার প্রস্তাব দেই। সেটা ব্যবসায়ীরা মেনেও নেন।” এদিন বিকেলের পরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন