পুরসভার অনুমোদন ছাড়া আবর্জনা সরানোর অভিযোগ

সাফাই বিভাগের অনুমোদন ছাড়াই পুরসভার কয়েকটি ট্রাকে করে বাড়ি ভাঙার আবর্জনা সরানোর অভিযোগ উঠেছে কয়েকজন পুরকর্মীর বিরুদ্ধে। গত ১৫ দিন ধরে হাকিমপাড়ায় শিলিগুড়ি কলেজের কাছে নতুন নির্মাণের জন্য ভেঙে ফেলা একটি পুরনো বাড়ির ওই আবর্জনা পুরসভার কয়েকটি ট্রাকে করে সরানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৪ ০১:৪৪
Share:

পুরসভার ময়লা ফেলার গাড়িতেই তোলা হচ্ছে পুরনো ইমারতি সামগ্রী।

সাফাই বিভাগের অনুমোদন ছাড়াই পুরসভার কয়েকটি ট্রাকে করে বাড়ি ভাঙার আবর্জনা সরানোর অভিযোগ উঠেছে কয়েকজন পুরকর্মীর বিরুদ্ধে। গত ১৫ দিন ধরে হাকিমপাড়ায় শিলিগুড়ি কলেজের কাছে নতুন নির্মাণের জন্য ভেঙে ফেলা একটি পুরনো বাড়ির ওই আবর্জনা পুরসভার কয়েকটি ট্রাকে করে সরানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। অথচ পুরসভার একটি সূত্রই জানিয়েছে, ওই ট্রাকগুলি শহরের বিভিন্ন রাস্তার ধারে জড়ো করে রাখা জঞ্জাল সাফাইয়ের কাজে ব্যবহার করা হয়। নিয়ম মতো আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্যই ট্রাকগুলিকে কাজে লাগানোর কথা। বাড়ি ভাঙার আবর্জনা সরানোর কাজে গাড়িগুলি ব্যবহারের কোনও নির্দেশ সংশ্লিষ্ট বিভাগ থেকে দেওয়া হয়নি। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখছেন পুর কর্তৃপক্ষ। শিলিগুড়ির পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, “তিনটি ট্রাক গত কয়েক দিন ধরেই বাড়ি ভাঙার অংশ সরাচ্ছিল বলে অভিযোগ পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের মালিক ও কর্মীরা জানিয়েছেন কাজের সময় বাদ দিয়ে বেলা চারটের পর ওই কাজ করা হচ্ছিল।” যে ভবনের ভাঙা সামগ্রী সরানো হচ্ছিল তা কার পুর কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।

Advertisement

পুরসভার সূত্রেই জানা গিয়েছে, পুরনো ভবন ভেঙে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে নকশা অনুমোদন করতে হয়। সে সময় পুরনো বাড়ি ভাঙার আবর্জনা সরানোর জন্য পুরসভাকে ফি দিতে হয়। সেই মতো পুরসভাই ওই আবর্জনা সরানোর কাজ করে। এ ক্ষেত্রে তা করা হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকারী সংস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তি যাঁরা পুরসভার ওই ট্রাকগুলিকে বাড়ি ভাঙার সামগ্রী সরানোর কাজে ব্যবহার করছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। পুরসভার সাফাই বিভাগ সূত্রে জানা গিয়েছে, ভোর থেকে বেলা চারটে পর্যন্ত ট্রাকগুলি পুরসভার কাজে ব্যবহার হয়। ওই সময়ের মধ্যে বাইরের কোনও কাজে ট্রাকগুলি ব্যবহার করা উচিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement